২০২৬ শিক্ষাবর্ষের শুরুতেই পাঠ্যবই নিয়ে দেখা দিয়েছে বড় সংকট। সরকারি পরিকল্পনা থাকা সত্ত্বেও মাধ্যমিক স্তরের কোটি শিক্ষার্থীর হাতে সময়মতো বই পৌঁছানোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্চের আগেই অন্তত এক কোটির বেশি শিক্ষার্থী বই ছাড়াই থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রস্তুতি থাকলেও সময়মতো বই পৌঁছানো অনিশ্চিত
বছরজুড়ে প্রস্তুতি নেওয়া সত্ত্বেও ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যবই পৌঁছানো নিয়ে বড় অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এই শিক্ষাবর্ষে প্রায় সাড়ে ৩০ কোটি বই ছাপানোর পরিকল্পনা থাকলেও এর বড় অংশই এখনো অসম্পূর্ণ। এর মধ্যে মাধ্যমিক স্তরের বই একুশ কোটি নব্বই লাখ, আর নবম শ্রেণির বই প্রায় সাড়ে ছয় কোটি।
মাধ্যমিক স্তরের বইয়ের ছাপা এখনও শুরু হয়নি সম্পূর্ণভাবে
অক্টোবরের মধ্যে সব বই ছাপা শেষ করার লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত নবম শ্রেণির মাত্র ২০ লাখ বই ছাপা হয়েছে।
ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির সাড়ে চৌদ্দ কোটি বইয়ের ছাপা এখনো শুরুই হয়নি। ফলে, মার্চের আগেই অন্তত এক কোটির বেশি শিক্ষার্থী বই ছাড়াই থেকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসনিক জট ও সিন্ডিকেটের প্রভাবে বিতরণ ব্যাহত
বছরের শুরুতে বিনামূল্যে বই বিতরণের যে উদ্যোগ সরকার নেয়, তা এ বছর বড় সংকটে পড়েছে।
দীর্ঘ প্রশাসনিক জট, সিন্ডিকেটের প্রভাব, নিম্নমানের কাগজ ও অভ্যন্তরীণ অনিয়মের কারণে মার্চের আগে এক কোটির বেশি শিক্ষার্থী তাদের সব বই পাবে না — এমনই বাস্তব চিত্র ফুটে উঠেছে।
#শিক্ষাবই_সংকট #এনসিটিবি #বাংলাদেশ_শিক্ষা
সারাক্ষণ রিপোর্ট 



















