একের পর এক হামলা: মিরপুরের ককটেল বিস্ফোরণের পর ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক শাখায় আগুন
দেশজুড়ে ব্যাংক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার পর এবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একই ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
দুই জায়গার ঘটনার সময় ও ধরনে মিল থাকায় তদন্তকারীরা বিষয়টি নিয়ে গভীরভাবে অনুসন্ধান শুরু করেছেন। যদিও উভয় ক্ষেত্রেই ব্যাংকের টাকার ভল্ট অক্ষত রয়েছে, তবুও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।
রাতে ব্রাহ্মণবাড়িয়ার শাখায় আগুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে অগ্নিসংযোগ করা হয়।
শাখা ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান, “রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাত কেউ বাইরে থেকে ব্যাংকের ভেতরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়।”
নাইট গার্ড বিষয়টি টের পেয়ে দ্রুত স্থানীয়দের খবর দেন। স্থানীয়দের সহযোগিতায় আগুনের প্রাথমিক নিয়ন্ত্রণ নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে। সৌভাগ্যক্রমে ব্যাংকের টাকার ভল্ট অক্ষত থাকে।

মিরপুরে ককটেল বিস্ফোরণ
এর আগে তিন দিন আগে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের বেলায় ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ড ও কাচের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, “দুই ঘটনার ধরন ও সময়ের মধ্যে মিল থাকায় এগুলো কোনো সংগঠিত নাশকতার অংশ হতে পারে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা
বিজয়নগর শাখার ব্যবস্থাপক কলিম উদ্দিন বলেন, “আগুনে অফিসের কিছু আসবাব ও নথিপত্র পুড়ে গেছে। তবে ভল্টের কোনো ক্ষতি হয়নি।”
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হচ্ছে এবং শাখার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

তদন্তে পুলিশ
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, ” অপরাধীদের শনাক্তে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”
#tags: #গ্রামীণব্যাংক #বিজয়নগর #মিরপুর #ককটেলবিস্ফোরণ #অগ্নিসংযোগ #বাংলাদেশ #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















