ঘটনাস্থলে হঠাৎ অগ্নিকাণ্ড
রাজধানীর রমনা থানার সামনে রমনা মডেল থানার একটি পুলিশের গাড়িতে হঠাৎ আগুন লাগে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, গাড়িটির মেরামতের কাজ চলছিল। কাজের সময় ব্যাটারির সংযোগ এক হয়ে আগুনের সূত্রপাত হয়।
আগুনের কারণ নিয়ে পুলিশের ব্যাখ্যা
ওসি গোলাম ফারুক বলেন, “গাড়িতে কোনো দুর্বৃত্ত আগুন দেয়নি। এটি সম্পূর্ণভাবে দুর্ঘটনাজনিত আগুন। ব্যাটারির সংযোগের কারণে হঠাৎ আগুন ধরে যায়।”
তিনি আরও জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষয়ক্ষতি ও বর্তমান অবস্থা
অগ্নিকাণ্ডে গাড়ির সামান্য ক্ষতি হলেও বড় কোনো ক্ষতি হয়নি। বর্তমানে ঘটনাস্থল স্বাভাবিক রয়েছে, এবং গাড়িটি থানার অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে।
#রমনা_থানা #অগ্নিকাণ্ড #পুলিশ #ঢাকা #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















