গাজীপুর-৬ আসন পুনঃবহালের দাবিতে অবরোধ
বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকালে টঙ্গীর কলেজগেট এলাকায় প্রায় দেড় ঘণ্টা ধরে ব্যস্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন বিএনপি ও জামায়াতের সমর্থকরা। তাদের দাবি ছিল—গাজীপুর-৬ সংসদীয় আসন পুনঃবহাল করতে হবে।
অবরোধের কারণে উভয় দিকের শত শত যানবাহন আটকে পড়ে। এতে যাত্রী, পরিবহন শ্রমিক এবং পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
সকাল ৯টার দিকে শুরু হয় অবরোধ
সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বিএনপি কর্মী ও স্থানীয়রা সড়কে ব্যারিকেড দেন, ফলে জনসাধারণের চলাচল ও গণপরিবহন ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শত শত বিএনপি কর্মী ও সমর্থক মহাসড়কে জড়ো হন। তারা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ‘গাজীপুর-৬ আসন পুনঃবহাল করতে হবে’—এই দাবিতে স্লোগান দিতে থাকেন। অবরোধ শুরু হয় সকাল ৯টা ৩০ মিনিটে এবং চলে সকাল ১১টা পর্যন্ত।

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ
আদালতের রায় প্রত্যাখ্যান করে স্থানীয় বিএনপি নেতারা বলেন, এই আসন বাতিলের সিদ্ধান্ত জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। তারা দাবি জানান, আদালতের এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে দেয়, এতে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
জামায়াতের মানববন্ধন
অন্যদিকে, একই দাবিতে জামায়াতের সমর্থক ও স্থানীয়রা এশিয়া পাম্পের সামনে মানববন্ধন গঠন করেন।
তাদের ব্যানারে লেখা ছিল—“গাজীপুর-৬ আসন পুনঃবহাল করো, নাগরিকদের ন্যায্য সেবা নিশ্চিত করো।”

বক্তারা বলেন, আসনটি বাতিল হলে এলাকার উন্নয়ন ও সরকারি সেবা ব্যাহত হবে। তারা সরকারের প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত বাহিনী মোতায়েন
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টঙ্গী কলেজগেট, স্টেশন রোড এবং আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
#গাজীপুর৬ #বিএনপি #জামায়াত #মহাসড়কঅবরোধ #বাংলাদেশরাজনীতি
সারাক্ষণ রিপোর্ট 



















