বড় সিরিজের ভিড়
নভেম্বরের তালিকায় রয়েছে রোমাঞ্চ, হরর, ফ্যান্টাসি আর কে-কনটেন্টের সমন্বয়। নেটফ্লিক্স আনছে “Stranger Things”–এর শেষ সিজন, সঙ্গে আসছে নতুন “Frankenstein” সিনেমা। ডিজনি+ দিচ্ছে পারিবারিক কমেডি “Freakier Friday”, রিভেঞ্জ কে-ড্রামা এবং সেভেন্টিনের ডকুসিরিজ।
রোম্যান্স, থ্রিলার আর বিকল্প বাস্তবতা
এইচবিও ম্যাক্সে রোম্যান্স ও থ্রিলারের নতুন সংযোজন। প্রাইম ভিডিও–তে ফিরছে “Maxton Hall”, আর অ্যাপল টিভি+–এ দেখানো হবে “Pluribus”—এক অদ্ভুত ‘ইউটোপিয়া’-র গল্প। দক্ষিণ এশিয়ার দর্শকদের জন্য এই লাইনআপ দেখাচ্ছে—স্ট্রিমিং দুনিয়ায় বৈশ্বিক কনটেন্ট এখন কতটা কাছাকাছি।
সারাক্ষণ রিপোর্ট 

















