নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তাঁর দাবি, একটি নির্দিষ্ট দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ
রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তাহের। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত থাকার কথা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, একটি দলের প্রধান বিশেষ সুবিধা ও বাড়তি নিরাপত্তা পাচ্ছেন।

নির্বাচন কমিশনের ওপর চাপের অভিযোগ
নির্বাচন কমিশনের ওপর একটি দলের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তাঁর ভাষায়, আমরা শুনতে পাচ্ছি একটি দল কমিশনকে চাপ দিচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, কোনো চাপ নয়—আইন অনুযায়ী যদি কোনো দলের প্রার্থী অবৈধ হন, তাহলে তা বাতিল করতে হবে।
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
এই সময় অনেক জেলা প্রশাসক ও পুলিশ সুপার পক্ষপাতমূলক আচরণ করছেন বলেও অভিযোগ করেন তাহের। তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের গুরুত্ব দিয়ে দেখা উচিত, যাতে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা যায়।
বিএনপি প্রসঙ্গে মন্তব্য
বিএনপিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাহের বলেন, তারা ভেবেছিল লন্ডন থেকে তাদের নেতা দেশে ফিরলেই সবকিছু বদলে যাবে। কিন্তু বাস্তবে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।
ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিষয়ে অবস্থান
জোটে না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের প্রতি সম্মান জানিয়ে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট আসনে কোনো প্রার্থী দেবে না বলে জানান তাহের। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে নির্বাচন করবেন। এ কারণে বরিশাল-৬ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আলোচনা
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে তাহের জানান, জামায়াতে ইসলামী সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ করেছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।
সারাক্ষণ রিপোর্ট 



















