ইন্দোরে তৃতীয় একদিনের ম্যাচে দারুণ ব্যাটিং প্রদর্শনীতে ভারতকে একচল্লিশ রানে হারিয়ে ভারতের মাটিতে প্রথমবারের মতো একদিনের সিরিজ জয়ের ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের জোড়া শতকে ভর করে সফরকারীরা এমন এক লক্ষ্য দাঁড় করায়, যা তাড়া করতে গিয়ে শেষ পর্যন্ত হোঁচট খায় স্বাগতিকরা।
নিউজিল্যান্ডের বিশাল সংগ্রহ
হোলকার স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে নিউজিল্যান্ড। মাত্র আটান্ন রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। দুজনের ব্যাটে গড়ে ওঠে দুর্দান্ত দুইশ ঊনিশ রানের জুটি। আক্রমণাত্মক অথচ নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে মিচেল ক্যারিয়ারসেরা একশ সাঁইত্রিশ রান করেন, যা ভারতের মাটিতে তার চতুর্থ শতক। ফিলিপসও সমান দৃঢ়তায় শতক তুলে নেন। নির্ধারিত ওভারে নিউজিল্যান্ড তোলে তিনশ ছত্রিশ রান।

ভারতের লড়াই ও কোহলির শতক
তিনশ ছত্রিশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। চাপের মধ্যেও দলের হাল ধরেন বিরাট কোহলি। নিতীশ কুমার রেড্ডির সঙ্গে তার আটাশি রানের জুটি স্বাগতিকদের নতুন আশা দেখায়। পরে হার্ষিত রানার সঙ্গে জুটি বেঁধে দ্রুত রান তোলার চেষ্টা করেন কোহলি। একদিনের ক্রিকেটে রেকর্ড বাড়িয়ে চুয়ান্নতম শতক পূর্ণ করেন তিনি। তবে প্রয়োজনীয় রানরেট বাড়তে থাকায় শেষ পর্যন্ত তা ধরে রাখা সম্ভব হয়নি।

নিউজিল্যান্ড বোলারদের শেষ আঘাত
ম্যাচের শেষ দিকে গুরুত্বপূর্ণ সময়ে আঘাত হানেন জ্যাক ফল্কস। প্রথমে হার্ষিত রানাকে ফিরিয়ে ভারতের গতি থামান তিনি। পরের বলেই মোহাম্মদ সিরাজকে বিদায় করে ম্যাচ কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় নিউজিল্যান্ড। কিছুক্ষণ পর কোহলিও লং অফে ক্যাচ তুলে দিলে ভারতের প্রতিরোধ ভেঙে পড়ে।
সিরিজ জয়ে নিউজিল্যান্ডের অনুভূতি
ম্যাচ শেষে ড্যারিল মিচেল বলেন, এই জয়ে দলের সবাই গর্বিত। ভারতের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জয় বিশেষ কিছু। দলের সম্মিলিত প্রচেষ্টাকেই তিনি এই সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেখেন। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলও জানান, ভারতের মাটিতে প্রথমবার একদিনের সিরিজ জিততে পারা নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত।
পরবর্তী সূচি
এই সিরিজের পর দুই দল মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে। আসন্ন বিশ্বকাপের আগে এই সিরিজকেই গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে উভয় দল।
সারাক্ষণ রিপোর্ট 



















