রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)– উভয় বাজারেই লেনদেন নিম্নমুখী প্রবণতা নিয়ে শুরু হয়েছে। প্রথম ঘণ্টাতেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমে যায়।
ডিএসই: প্রধান সূচকগুলোর পতন
ডিএসই-তে লেনদেন শুরুর পরই তিনটি প্রধান সূচকেই পতন দেখা যায়।
- ডিএসইএক্স (DSEX) সূচক কমেছে ৭ পয়েন্ট
- শরিয়াভিত্তিক ডিএসইএস (DSES) সূচক কমেছে ৩ পয়েন্ট
- ব্লু-চিপ ডিএস৩০ (DS30) সূচক কমেছে ৮ পয়েন্ট
বাজারে নেতিবাচক পরিস্থিতি ছিল স্পষ্ট। মোট লেনদেনকৃত কোম্পানির মধ্যে ২০০টি শেয়ারের দাম কমেছে, ১১৬টি বেড়েছে এবং অপরিবর্তিত ছিল ৫৬টি।
লেনদেনের প্রথমার্ধে ডিএসই–তে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৬০ কোটি টাকার বেশি।
সিএসই: একই ধারা
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই ধরনের নিম্নমুখী প্রবণতা দেখা যায়।
- সিএসই–এর সার্বিক সূচক কমেছে ৮ পয়েন্ট
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৮টির দাম কমেছে, ৩৫টির বেড়েছে এবং অপরিবর্তিত ছিল ৭টি।
সকালের সেশনে সিএসই–তে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪.১০ কোটি টাকা।
#শেয়ারবাজার#ডিএসই সিএস#ই বাজারধস# লেনদেন
সারাক্ষণ রিপোর্ট 



















