০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

নির্ভুল ভূমিসেবায় সার্ভেয়ারদের দক্ষতা ও সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব

দেশে দ্রুত ও নির্ভুল ভূমিসেবা নিশ্চিত করতে সার্ভেয়ারদের পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্ববোধই মূল ভিত্তি—এ কথা জানিয়ে তাদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ হওয়ার তাগিদ দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।


ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, ভূমি ব্যবস্থাপনার মানোন্নয়নে সার্ভেয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমির সীমা নির্ধারণ, মানচিত্র প্রণয়ন, রেকর্ড সংশোধন থেকে শুরু করে মালিকানা নিশ্চিতকরণ ও বিরোধ নিরসন—সব ক্ষেত্রেই তাদের দক্ষতা ও সততা সরাসরি ভূমিসেবার গুণগতমান নির্ধারণ করে।

রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি)–এ নবযোগদানকৃত সার্ভেয়ারদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল যুগে সার্ভেয়ারদের ড্রোন সার্ভে, জিআইএস, জিপিএস, ডিজিটাল মানচিত্রসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হওয়া অপরিহার্য। এসব প্রযুক্তি ভূমি জরিপকে দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ করে তুলছে, ফলে নাগরিকের হয়রানি কমছে এবং সরকারি সেবা হচ্ছে আরও নির্ভরযোগ্য।

তিনি আরও বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হচ্ছে। মেধাবী জনবল দায়িত্ববোধ ও নৈতিকতার মূল্যবোধে বিশ্বাসী হওয়ায় তারা অনিয়মে আপস করেন না। এতে ঘুষ ও জালিয়াতির সুযোগ কমে যায় এবং নাগরিকের আস্থা বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (এলএটিসি) পরিচালক মোহাম্মদ আবুল খায়ের সভাপতিত্ব করেন।


#ভূমিসেবা #সার্ভেয়ার #ভূমিমন্ত্রণালয় #ডিজিটালজরিপ #সরকারি_সেবা #বাংলাদেশ

জনপ্রিয় সংবাদ

নির্ভুল ভূমিসেবায় সার্ভেয়ারদের দক্ষতা ও সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব

১২:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

দেশে দ্রুত ও নির্ভুল ভূমিসেবা নিশ্চিত করতে সার্ভেয়ারদের পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্ববোধই মূল ভিত্তি—এ কথা জানিয়ে তাদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ হওয়ার তাগিদ দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।


ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, ভূমি ব্যবস্থাপনার মানোন্নয়নে সার্ভেয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমির সীমা নির্ধারণ, মানচিত্র প্রণয়ন, রেকর্ড সংশোধন থেকে শুরু করে মালিকানা নিশ্চিতকরণ ও বিরোধ নিরসন—সব ক্ষেত্রেই তাদের দক্ষতা ও সততা সরাসরি ভূমিসেবার গুণগতমান নির্ধারণ করে।

রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি)–এ নবযোগদানকৃত সার্ভেয়ারদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল যুগে সার্ভেয়ারদের ড্রোন সার্ভে, জিআইএস, জিপিএস, ডিজিটাল মানচিত্রসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ হওয়া অপরিহার্য। এসব প্রযুক্তি ভূমি জরিপকে দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ করে তুলছে, ফলে নাগরিকের হয়রানি কমছে এবং সরকারি সেবা হচ্ছে আরও নির্ভরযোগ্য।

তিনি আরও বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হচ্ছে। মেধাবী জনবল দায়িত্ববোধ ও নৈতিকতার মূল্যবোধে বিশ্বাসী হওয়ায় তারা অনিয়মে আপস করেন না। এতে ঘুষ ও জালিয়াতির সুযোগ কমে যায় এবং নাগরিকের আস্থা বৃদ্ধি পায়।

অনুষ্ঠানে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (এলএটিসি) পরিচালক মোহাম্মদ আবুল খায়ের সভাপতিত্ব করেন।


#ভূমিসেবা #সার্ভেয়ার #ভূমিমন্ত্রণালয় #ডিজিটালজরিপ #সরকারি_সেবা #বাংলাদেশ