গ্রাহকসেবা, ঋণ আদায় ও রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় পণ্য আমদানিতে জোর
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ সোমবার এক বৈঠকে গ্রাহকদের জন্য বাধাহীন সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। একই সঙ্গে বকেয়া ঋণ আদায়ের কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তাও উল্লেখ করা হয়।
পর্ষদের এই সভা অনুষ্ঠিত হয় ইসলামী ব্যাংক টাওয়ারে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এলসি খোলার ওপরও পর্ষদের সদস্যরা গুরুত্ব দেন।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবাইদুর রহমান। উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম (এফসিএ, এফসিএস), ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্যসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদ এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান।
#tags: ইসলামীব্যাংক# গ্রাহকসেবা# ঋণআদায় #এলসি #রমজান #ব্যাংকপর্ষদ# বাংলাদেশেরব্যাংকিং
সারাক্ষণ রিপোর্ট 


















