মামলা দায়ের, তবে অভিযুক্তদের পরিচয় অজানা
মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের অনুসারীদের ওপর হামলার ঘটনায় ২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। আহত বাউল শিল্পী আব্দুল আলিম মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্তদের ‘তাওহিদি জনতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশের পদক্ষেপ
তদন্ত কর্মকর্তা জানান, গণমাধ্যমের প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও ও ছবিগুলো বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হামলার ঘটনাস্থল ও সময়
রবিবার সকাল ৯টার দিকে শহীদের মিরাজ-তাপস স্টেডিয়ামের কাছে এই হামলার ঘটনা ঘটে। অলামা-ওলামা ও তাওহিদি জনতা মানিকগঞ্জ ব্যানারে সংগঠিত একটি দল ওই সময় মানববন্ধন করা আবুল সরকারের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মানববন্ধনে অংশ নেওয়া অনুসারীরা আবুল সরকারের মুক্তির দাবিতে অবস্থান নেন। হামলায় অন্তত চারজন আহত হন, যাদের মধ্যে তিনজন ছিলেন আবুল সরকারের অনুসারী।

বিতর্কের সূচনা
৪ নভেম্বর ঘিওর উপজেলার খালা পাগলি মেলায় একটি অনুষ্ঠানে আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ ওঠে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়।
গ্রেপ্তার ও পরবর্তী আইনগত পদক্ষেপ
১৯ নভেম্বর রাতে মাদারীপুরে এক সংগীতানুষ্ঠান থেকে ডিবি পুলিশ আবুল সরকারকে আটক করে। পরদিন তাকে জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়। একইদিন বিকেলে ঘিওর থানায় মুফতি মো. আব্দুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে আবুল সরকারকে আদালতে হাজির করা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সারাক্ষণ রিপোর্ট 



















