০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের সামরিক ফ্লাইটে আরও ৩৯ বাংলাদেশি ফেরত পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে অর্ধশতাধিক আহত এক বছরে ৪ হাজার কোটি সাশ্রয়, তিন বছরের মধ্যে পেঁয়াজ-আদা আমদানি বন্ধের উদ্যোগ ময়মনসিংহে বন্ধুর হাতে যুবক নিহত ব্রাহ্মণবাড়িয়ায় এলাকাভিত্তিক আধিপত্য নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ মহাখালীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ফুল পাঠানো মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যান্ডুরিলের ড্রোন পরীক্ষায় ধারাবাহিক ব্যর্থতা নিহত দুইজনের পরিচয় সিলেটে গোয়ালঘর থেকে চতুর্থ শ্রেণির ছাত্রী ঝুলন্ত অবস্থায় উদ্ধার

২০২৬ সালে বৈশ্বিক এআই খাত কি সন্ধিক্ষণে?

তিন বছর ধরে দ্রুত অগ্রগতি ও আকাশছোঁয়া বিনিয়োগের পর ২০২৬ সালে এআই শিল্প এক নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে। উচ্ছ্বাস কিছুটা কমে এসে এখন তোলা হচ্ছে কঠিন প্রশ্ন। কী ঝুঁকি ও সম্ভাবনা সামনে রয়েছে—সে বিষয়েই বিশদ আলোচনা নিচে তুলে ধরা হলো।


বিশ্বব্যাপী বিনিয়োগের জোয়ার

পরামর্শক প্রতিষ্ঠান গার্টনারের হিসাব অনুযায়ী ২০২৬ সালে বিশ্বের এআই খাতে বিনিয়োগ ২ ট্রিলিয়ন ডলারের বেশি ছাড়িয়ে যাবে।
তবে উদ্বেগ বাড়ছে। শেয়ারবাজার নজর রাখছে অ্যাপল, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন ও এনভিডিয়ার মতো টেক জায়ান্টদের ওপর, পাশাপাশি ওপেনএআই-এর মতো স্টার্টআপ গুলোর দিকেও। অনেকেই আশঙ্কা করছেন, এআই বিনিয়োগে একটি ‘স্পেকুলেটিভ বাবল’ তৈরি হচ্ছে।
জাপানের সফটব্যাংক ও বিনিয়োগকারী পিটার থিয়েল সহ বেশ কয়েকজন বড় বিনিয়োগকারী নভেম্বরের মাঝামাঝি এনভিডিয়ার শেয়ার বিক্রি করে দেন।
গুগলের সিইও সুন্দর পিচাই সতর্ক করে বলেছেন, “কোনো কোম্পানি রক্ষা পাবে না, আমরাও না।” তবুও এনভিডিয়া জানিয়েছে, তাদের চিপের চাহিদা এখনো “অতীতের সব রেকর্ড ভেঙে” এগোচ্ছে।


চাকরি কি ঝুঁকিতে?

এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে—এ বিতর্ক এখনো জোরালো। স্পষ্ট কোনো উত্তর নেই। যুক্তরাষ্ট্রের ফেড ভাইস চেয়ার ফিলিপ জেফারসন বলেছেন, “এআই এখন বাস্তবতা এবং এটি কোম্পানিগুলোর শ্রমবাজার ভাবনায় বড় প্রভাব রাখছে।”
এআই–সমর্থকদের একাংশ মনে করেন, কাজের ধরন এতটা বদলে যাবে যে সর্বজনীন মৌলিক আয়ের মতো ব্যবস্থা চালু করা লাগতে পারে।
অধিকাংশ পূর্বাভাস আবার বলছে, পরিবর্তন হবে ধীরে ধীরে। ম্যাককিনসি বলেছে, ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ৩০ শতাংশ চাকরি স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে এবং ৬০ শতাংশ কাজের ধরন উল্লেখযোগ্যভাবে বদলে যাবে।


সুপার ইন্টেলিজেন্স কি সামনে?

গার্টনারের বিশ্লেষণ বলছে, ২০২৭ সালের মধ্যে এআই যত চাকরি হারাবে তার চেয়ে বেশি চাকরি তৈরি করবে।
তবে উদ্ভাবনের গতি বাড়তে থাকায় বিজ্ঞান-কল্পকাহিনীর মতো ‘সুপারইন্টেলিজেন্ট’ মেশিন তৈরির আলোচনাও গতি পেয়েছে। অ্যানথ্রপিকের প্রতিষ্ঠাতা ডারিও আমোডেই মনে করেন, ২০২৬ সালেই এমন এআই আসতে পারে যা নোবেল বিজয়ীদের চেয়েও বেশি বুদ্ধিমান হবে।
তার মতে, এই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) মানুষের যেকোনো বিশেষজ্ঞের চেয়েও উচ্চ মানের কাজে সক্ষম হবে।
ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, ২০২৮ সালের শুরুর দিকে তারা এমন “বৈধ এআই গবেষক” তৈরি করতে পারে যা নিজেই বৈজ্ঞানিক আবিষ্কার করতে সক্ষম।
মেটার সিইও মার্ক জাকারবার্গ ও ২০২৫ সালে শত শত মিলিয়ন ডলার ব্যয় করে এজিআই গবেষকদের নিয়োগ দিয়েছেন।
তবে মেটার বিদায়ী প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন এসব দাবি “পুরোপুরি ননসেন্স” বলে সমালোচনা করেছেন।


মিডিয়া শিল্পে সুনামি

এএফপিকে পরামর্শক ডেভিড ক্যাসওয়েল বলেছেন, জেনারেটিভ এআই “গুটেনবার্গের ছাপাখানা পর তথ্যপ্রবাহে সবচেয়ে বড় পরিবর্তন।”
প্রথাগত সংবাদমাধ্যম এখন গুরুতর হুমকির মুখে। চ্যাটবট ও গুগলের এআই ওভারভিউ ব্যবহারকারীদের মূল সাইটে না গিয়েও তথ্য দিয়ে দিচ্ছে, ফলে কমছে ট্রাফিক ও বিজ্ঞাপন আয়।
বেঁচে থাকার পথ হিসেবে কেউ কেউ দ্য ইকোনোমিস্টের মতো উচ্চমূল্যের সাবস্ক্রিপশন মডেলে যাচ্ছে। কেউ কেউ কনটেন্ট ব্লক করার পদ্ধতি ব্যবহার করছে, আবার অনেকে মামলা বা পার্টনারশিপের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করছে—যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস, অ্যাসোসিয়েটেড প্রেস ও এএফপি করেছে।


এআই ‘স্লপ’—নতুন বিপদ

ক্যান্সার নিরাময় থেকে জলবায়ু সমাধান—সবকিছুর প্রতিশ্রুতি থাকলেও অনেকের মতে এ মুহূর্তে এআই–এর সবচেয়ে দৃশ্যমান প্রভাব হলো ‘এআই স্লপ’, অর্থাৎ নিম্নমানের এআই–তৈরি বিশৃঙ্খল কনটেন্ট।
এই স্লপ বানাতে খুব কম পরিশ্রম লাগে, কিন্তু প্ল্যাটফর্ম অ্যালগরিদম কাজে লাগিয়ে দ্রুত ক্লিক ও আয় তোলা যায়।
এ ধরনের ভুয়া বা বিভ্রান্তিকর কনটেন্টে ভরে যাচ্ছে সামাজিকমাধ্যম—মিথ্যা স্পটিফাই ব্যান্ড থেকে শুরু করে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের নকল বিস্ফোরণের ভিডিও পর্যন্ত সবই দেখা যাচ্ছে।
প্ল্যাটফর্ম গুলো লেবেলিং, কনটেন্ট মডারেশন ও অ্যান্টি-স্প্যাম ব্যবস্থার মাধ্যমে মোকাবিলার চেষ্টা করছে, কিন্তু এখনো কার্যকর কোনো স্থায়ী সমাধান মিলেনি।


#এআই_২০২৬ #বৈশ্বিক_এআই বিনিয়োগ_#ট্রেন্ড চাকরি_ও_#এআই #এজিআই মিডিয়া_সংকট #এআই_স্লপ

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সামরিক ফ্লাইটে আরও ৩৯ বাংলাদেশি ফেরত

২০২৬ সালে বৈশ্বিক এআই খাত কি সন্ধিক্ষণে?

০৪:৪৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

তিন বছর ধরে দ্রুত অগ্রগতি ও আকাশছোঁয়া বিনিয়োগের পর ২০২৬ সালে এআই শিল্প এক নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে। উচ্ছ্বাস কিছুটা কমে এসে এখন তোলা হচ্ছে কঠিন প্রশ্ন। কী ঝুঁকি ও সম্ভাবনা সামনে রয়েছে—সে বিষয়েই বিশদ আলোচনা নিচে তুলে ধরা হলো।


বিশ্বব্যাপী বিনিয়োগের জোয়ার

পরামর্শক প্রতিষ্ঠান গার্টনারের হিসাব অনুযায়ী ২০২৬ সালে বিশ্বের এআই খাতে বিনিয়োগ ২ ট্রিলিয়ন ডলারের বেশি ছাড়িয়ে যাবে।
তবে উদ্বেগ বাড়ছে। শেয়ারবাজার নজর রাখছে অ্যাপল, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন ও এনভিডিয়ার মতো টেক জায়ান্টদের ওপর, পাশাপাশি ওপেনএআই-এর মতো স্টার্টআপ গুলোর দিকেও। অনেকেই আশঙ্কা করছেন, এআই বিনিয়োগে একটি ‘স্পেকুলেটিভ বাবল’ তৈরি হচ্ছে।
জাপানের সফটব্যাংক ও বিনিয়োগকারী পিটার থিয়েল সহ বেশ কয়েকজন বড় বিনিয়োগকারী নভেম্বরের মাঝামাঝি এনভিডিয়ার শেয়ার বিক্রি করে দেন।
গুগলের সিইও সুন্দর পিচাই সতর্ক করে বলেছেন, “কোনো কোম্পানি রক্ষা পাবে না, আমরাও না।” তবুও এনভিডিয়া জানিয়েছে, তাদের চিপের চাহিদা এখনো “অতীতের সব রেকর্ড ভেঙে” এগোচ্ছে।


চাকরি কি ঝুঁকিতে?

এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে—এ বিতর্ক এখনো জোরালো। স্পষ্ট কোনো উত্তর নেই। যুক্তরাষ্ট্রের ফেড ভাইস চেয়ার ফিলিপ জেফারসন বলেছেন, “এআই এখন বাস্তবতা এবং এটি কোম্পানিগুলোর শ্রমবাজার ভাবনায় বড় প্রভাব রাখছে।”
এআই–সমর্থকদের একাংশ মনে করেন, কাজের ধরন এতটা বদলে যাবে যে সর্বজনীন মৌলিক আয়ের মতো ব্যবস্থা চালু করা লাগতে পারে।
অধিকাংশ পূর্বাভাস আবার বলছে, পরিবর্তন হবে ধীরে ধীরে। ম্যাককিনসি বলেছে, ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ৩০ শতাংশ চাকরি স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে এবং ৬০ শতাংশ কাজের ধরন উল্লেখযোগ্যভাবে বদলে যাবে।


সুপার ইন্টেলিজেন্স কি সামনে?

গার্টনারের বিশ্লেষণ বলছে, ২০২৭ সালের মধ্যে এআই যত চাকরি হারাবে তার চেয়ে বেশি চাকরি তৈরি করবে।
তবে উদ্ভাবনের গতি বাড়তে থাকায় বিজ্ঞান-কল্পকাহিনীর মতো ‘সুপারইন্টেলিজেন্ট’ মেশিন তৈরির আলোচনাও গতি পেয়েছে। অ্যানথ্রপিকের প্রতিষ্ঠাতা ডারিও আমোডেই মনে করেন, ২০২৬ সালেই এমন এআই আসতে পারে যা নোবেল বিজয়ীদের চেয়েও বেশি বুদ্ধিমান হবে।
তার মতে, এই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) মানুষের যেকোনো বিশেষজ্ঞের চেয়েও উচ্চ মানের কাজে সক্ষম হবে।
ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, ২০২৮ সালের শুরুর দিকে তারা এমন “বৈধ এআই গবেষক” তৈরি করতে পারে যা নিজেই বৈজ্ঞানিক আবিষ্কার করতে সক্ষম।
মেটার সিইও মার্ক জাকারবার্গ ও ২০২৫ সালে শত শত মিলিয়ন ডলার ব্যয় করে এজিআই গবেষকদের নিয়োগ দিয়েছেন।
তবে মেটার বিদায়ী প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন এসব দাবি “পুরোপুরি ননসেন্স” বলে সমালোচনা করেছেন।


মিডিয়া শিল্পে সুনামি

এএফপিকে পরামর্শক ডেভিড ক্যাসওয়েল বলেছেন, জেনারেটিভ এআই “গুটেনবার্গের ছাপাখানা পর তথ্যপ্রবাহে সবচেয়ে বড় পরিবর্তন।”
প্রথাগত সংবাদমাধ্যম এখন গুরুতর হুমকির মুখে। চ্যাটবট ও গুগলের এআই ওভারভিউ ব্যবহারকারীদের মূল সাইটে না গিয়েও তথ্য দিয়ে দিচ্ছে, ফলে কমছে ট্রাফিক ও বিজ্ঞাপন আয়।
বেঁচে থাকার পথ হিসেবে কেউ কেউ দ্য ইকোনোমিস্টের মতো উচ্চমূল্যের সাবস্ক্রিপশন মডেলে যাচ্ছে। কেউ কেউ কনটেন্ট ব্লক করার পদ্ধতি ব্যবহার করছে, আবার অনেকে মামলা বা পার্টনারশিপের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করছে—যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস, অ্যাসোসিয়েটেড প্রেস ও এএফপি করেছে।


এআই ‘স্লপ’—নতুন বিপদ

ক্যান্সার নিরাময় থেকে জলবায়ু সমাধান—সবকিছুর প্রতিশ্রুতি থাকলেও অনেকের মতে এ মুহূর্তে এআই–এর সবচেয়ে দৃশ্যমান প্রভাব হলো ‘এআই স্লপ’, অর্থাৎ নিম্নমানের এআই–তৈরি বিশৃঙ্খল কনটেন্ট।
এই স্লপ বানাতে খুব কম পরিশ্রম লাগে, কিন্তু প্ল্যাটফর্ম অ্যালগরিদম কাজে লাগিয়ে দ্রুত ক্লিক ও আয় তোলা যায়।
এ ধরনের ভুয়া বা বিভ্রান্তিকর কনটেন্টে ভরে যাচ্ছে সামাজিকমাধ্যম—মিথ্যা স্পটিফাই ব্যান্ড থেকে শুরু করে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের নকল বিস্ফোরণের ভিডিও পর্যন্ত সবই দেখা যাচ্ছে।
প্ল্যাটফর্ম গুলো লেবেলিং, কনটেন্ট মডারেশন ও অ্যান্টি-স্প্যাম ব্যবস্থার মাধ্যমে মোকাবিলার চেষ্টা করছে, কিন্তু এখনো কার্যকর কোনো স্থায়ী সমাধান মিলেনি।


#এআই_২০২৬ #বৈশ্বিক_এআই বিনিয়োগ_#ট্রেন্ড চাকরি_ও_#এআই #এজিআই মিডিয়া_সংকট #এআই_স্লপ