টাঙ্গাইল জেলা কারাগারে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সুলতান মিঞা (৫৮)। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামি এবং মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ঘটনার সময় ও স্থান
২৬ নভেম্বর বুধবার রাত ১১টার দিকে কারাগার থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা
বিকেলেই তিনি কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসায় পরিস্থিতির উন্নতি না হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কারা কর্তৃপক্ষের বক্তব্য
টাঙ্গাইল কারাগারের জেল সুপার শহিদুল ইসলাম জানান, সুলতান মিঞা এক মাস ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। বুধবার বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত হন। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে।
সারাক্ষণ রিপোর্ট 


















