ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আবু মুসাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে।
ঘটনার স্থান ও সময়
রবিবার ৩০ নভেম্বর সন্ধ্যায় ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর পাঠামারা জোয়ারার বিলে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত ব্যক্তির পরিচয় ও পেশাগত কর্মকাণ্ড
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আবু মুসা ওরফে মুছা মিয়া সলিমাবাদ গ্রামের বাসিন্দা। কিছুদিন ধরে তিনি হোসেনপুর-পাঠামারা এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রির কাজ করছিলেন।
হত্যাকাণ্ডের বিবরণ
রবিবার সন্ধ্যায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

পরিবারের অভিযোগ
নিহতের ছেলে উজ্জ্বল জানান, কয়েকদিন আগে আশরাফবাদ গ্রামের সায়েম নামে একজন তার বাবার ওপর হামলা চালিয়েছিল। সায়েমকে কিছু টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন আবু মুসা। উজ্জ্বলের সন্দেহ, সেই সায়েমই তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
পুলিশের বক্তব্য
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল খান জানান, ঘটনাস্থলে গিয়ে তারা আবু মুসার গলা কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেন। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
#tags
দেশ #চট্টগ্রাম #ব্রাহ্মণবাড়িয়া #হত্যা# আওয়ামীলীগ
সারাক্ষণ রিপোর্ট 



















