গাজীপুর সদর উপজেলার নয়নপুরে অবস্থিত কচি-কাঁচা একাডেমিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ষোড়শ বার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দুইশত দশটি চাদর (শাল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ পদ্ধতি
শীতবস্ত্র বিতরণে প্রতিষ্ঠানটির প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর অনুসৃত মানবিক নিয়ম বজায় রাখা হয়। শীতবস্ত্র কেউ হাতে তুলে দেয়নি এবং কেউ হাত পেতে নেয়ওনি। প্রত্যেকে নিজের প্রয়োজন অনুযায়ী নিজ হাতে চাদর সংগ্রহ করেন।
প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী বলতেন, “এই শীতবস্ত্র আপনাদেরই। আমরা কেবল আমানতদার। আপনাদের জিনিস আপনারাই হাতে তুলে নেবেন। জীবনের প্রতিকূলতায় কেউ আজ শীতবস্ত্র নিতে এসেছেন; আমরাও কোনোদিন এই অবস্থায় পড়তে পারতাম—এ কথাও আমাদের মনে রাখতে হবে।”
বার্ষিকী উপলক্ষে আয়োজন
কচি-কাঁচা একাডেমিতে শিশুদের জন্য আলাদা ধরনের এই শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্নিকাণ্ডের বর্ষপূর্তিতে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে স্মরণসভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা ও বক্তব্য
সভাটি সাযযাদ কাদির মঞ্চে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব ও প্রধান নির্বাহী হায়দার সিদ্দিকী উদয়। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রওশন আরা রুমি।
স্মৃতিচারণ ও বক্তব্য রাখেন:
– মিঠুন সিদ্দিকী, প্রশাসনিক কর্মকর্তা, ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি
– তহমিনা বেগম, সিনিয়র সহকারী শিক্ষক, নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়
– আসাদুজ্জামান নূর, অর্থসম্পাদক, প্রাক্তন কচি-কাঁচা ফোরাম
– আদিনা সোমনা তাসফিয়া, অষ্টম শ্রেণির শিক্ষার্থী
অগ্নিকাণ্ডের স্থিরচিত্র প্রদর্শনী
ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতিধারণকারী স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রাক্তন কচি-কাঁচা ফোরামের সদস্য ০২৭ এমদাদুল হক রাসেল।

দোয়া মাহফিল
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা কেফায়েত উল্লাহ।
অগ্নিকাণ্ডের পটভূমি
২০০৯ সালের ৩০ নভেম্বর গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কচি-কাঁচা একাডেমি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখনো কোনো বিচারিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।
সারাক্ষণ রিপোর্ট 



















