ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শংকর বললেন—শিল্পখাতকে এখনই সীমিত লাভের হিসাব ভুলে যেতে হবে। ‘মেক ইন ইন্ডিয়া’ যে মানসিকতার পরিবর্তন এনেছে, তা পূর্ণ সম্ভাবনায় পৌঁছাবে তখনই, যখন শিল্প নিজেকে দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে গড়ে তুলবে। শনিবার আইআইএম কলকাতায় সম্মানসূচক ডক্টরেট গ্রহণের পর তাঁর ভাষণে উঠে এসেছে এই বার্তা।

‘মেক ইন ইন্ডিয়া’ মানে গবেষণা, উদ্ভাবন ও নকশায় ভারতের উঠে দাঁড়ানো
জয়শংকর বলেন, ভারতীয় শিল্পকে শুধু রপ্তানির হিসাব নয়—দেশীয় সাপ্লাই চেইনমজবুত করাতেও এগিয়ে আসতে হবে। তাঁর ভাষায়, ‘মেক ইন ইন্ডিয়া’ আজ গবেষণা, উদ্ভাবন ও নকশার মাধ্যমে আরও গভীরভাবে শেকড় গেড়ে বসেছে।
আইআইএম কর্তৃপক্ষ তাঁর কূটনীতি, জনসেবা ও জ্ঞানের পরিসরে অবদানের জন্য তাঁকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে।
তিনি আরও বলেন, উচ্চ প্রবৃদ্ধি অবশ্যই বৈদেশিক নীতিকে শক্তিশালী করে। কিন্তু এর সঙ্গে যুক্ত থাকে আরও সূক্ষ্ম বিষয়—কোন পণ্য কোথায় তৈরি হলো, কোন দেশ কোন সেবা দিল—এগুলোও আজ কৌশলগত সিদ্ধান্তের অংশ।

বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণ, নতুন দায়ভার ভারতের ওপর
জয়শংকর বলেন, যুক্তরাষ্ট্র এখন দেশভেদে নতুন শর্তে সম্পর্ক গড়ে তুলছে। চীনও তার নিজস্ব নিয়ম আরও আক্রমণাত্মকভাবে প্রয়োগ করছে। এই দুই শক্তির প্রতিযোগিতায় অনিশ্চয়তা বাড়লে অন্যান্য দেশ বিকল্প পথ খুঁজছে—যেখানে লাভজনক হলে নতুন জোট, আর প্রয়োজন হলে সমান্তরাল বাণিজ্যচুক্তির পথ বেছে নিচ্ছে।
এশিয়া ও ইউরোপ নিজেদের কৌশল পুনর্বিবেচনা করছে। মধ্যপ্রাচ্য বড় ধরনের রূপান্তরের পথে, আর লাতিন আমেরিকাও নতুন সুযোগের ক্ষেত্র হয়ে উঠছে।
এই বিশ্ব বাস্তবতায় ভারত তার নীতি সাজাচ্ছে তিনটি ধাপে—জাতীয় শক্তি বৃদ্ধি, দুর্বলতা কমানো এবং আন্তর্জাতিক প্রভাব বিস্তার। জয়শংকর বলেন, ভারত দ্রুত বিকশিত হচ্ছে, এবং সেই সঙ্গে বাড়ছে দায়িত্বও। “একটি উদীয়মান পরাশক্তি, বিশেষ করে উচ্চাকাঙ্ক্ষী পরাশক্তি হিসেবে ভারতে শক্তিশালী শিল্পভিত্তি থাকা অপরিহার্য।”
সব মিলিয়ে তিনি স্পষ্ট করলেন—ভারতের ভবিষ্যৎ শুধু নীতি নয়, শিল্পের দায়বদ্ধ সহযোগিতার ওপরও দাঁড়িয়ে আছে। স্বল্পমেয়াদি লাভ নয়, দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিই এগিয়ে নেবে দেশকে।
সারাক্ষণ রিপোর্ট 



















