০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
স্বাস্থ্য মহাপরিচালকের সঙ্গে অসদাচরণের জেরে এমএমসিএইচ চিকিৎসক সাময়িক বরখাস্ত ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা কৌশল এশিয়ায় চীনের প্রভাব ঠেকাতে কঠোর অবস্থান  মৈত্রী দিবসে প্রণয় ভার্মা ‘সাবসিডিতে হবে না’—চিনি শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ চাই: উপদেষ্টা আদিলুর  মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে দুই শিশুর মৃত্যু যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার পরস্পরনির্ভরতা ও পারস্পরিক সুফলই এগিয়ে নেবে ঢাকা-দিল্লি সম্পর্ক: প্রণয় ভার্মা নিউ সাউথ ওয়েলসে ভয়াবহ বুশফায়ার, হাজারো মানুষকে সরে যেতে নির্দেশ মেলবোর্ন স্টেডিয়ামে লেডি গাগার তুমুল প্রত্যাবর্তন জাপানে রেকর্ডসংখ্যক ভাল্লুক হামলা, মানব–বন্যপ্রাণী সহাবস্থানের বড় সতর্কবার্তা

সেপাং বন্যায় নিখোঁজ পুলিশ সদস্যকে খুঁজছে উদ্ধার দল

সেপাংয়ের শান্ত গ্রামাঞ্চল হঠাৎ রাত্রিবেলা পরিণত হয় বন্যার হাহাকারে। সেই অচেনা অস্থিরতার মাঝেই নিখোঁজ হয়ে যান কর্পোরাল মুহাম্মদ রহিমি আমিরুদ্দিন—মাত্র ২৩ বছরের এক তরুণ পুলিশ সদস্য। শুক্রবার গভীর রাতে ক্লিনিক দেসা গিচিংয়ের কাছে তার গাড়ি আটকা পড়ে ওঠা পানিতে। কয়েক মিনিটের ব্যবধানে পানির স্রোত তাকে টেনে নেয় অন্ধকারের দিকে।

গ্রামবাসীরা বলেছে, রহিমিকে তারা শেষ দেখেছিল একটি রাস্তার সাইনবোর্ড আঁকড়ে ধরে। স্রোত বাড়তেই তাকে ভাসিয়ে নিয়ে যায় কুলভার্টের দিকে। সেই দৃশ্যের আতঙ্ক আজও চোখে লেগে আছে স্থানীয়দের।

উদ্ধার অভিযান থেমে নেই

Missing policeman found drowned in Sepang

ঘটনার পর রাত ১১টা ৩০ মিনিটে জরুরি ফোন আসে। মুহূর্তেই নড়ে ওঠে পুরো সেপাং এলাকা। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA) দমকল দল প্রথমে পৌঁছে যায় ঘটনাস্থলে। তাদের প্রথম রেসপন্স ইউনিট আসে রাত ১২টা ০২ মিনিটে।

জেলার পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার নরহিজাম বাহামান জানান, ৬০ জনেরও বেশি সদস্য—দমকল, সিভিল ডিফেন্স, সেপাং-নিলাই পুলিশ ও গ্রামবাসীসহ—চলমান উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

প্রাথমিক রাতে অভিযান থামাতে হয়েছিল প্রবল স্রোত আর অন্ধকারের কারণে। কিন্তু ভোরের আলো ফুটতেই আবার শুরু হয় তল্লাশি।

চোখের দেখার বিবরণ আরও ভয়ংকর। রহিমি বন্যার পথ ঠেলে গাড়ি এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু গাড়িটি স্রোতে পড়ে ড্রেনে আটকে যায়। সেখান থেকে বেরিয়ে তিনি কোনওভাবে একটি রাস্তার সাইনবোর্ডে পৌঁছান। সেখানে কয়েক মুহূর্ত আঁকড়ে ধরার পরই তাকে টেনে নেয় বন্যার শক্ত ঢেউ।

উদ্ধার দল কুলভার্টে কয়েক দফা ডাইভ দিয়েও তাকে খুঁজে পায়নি। শুধু গাড়ি থেকে উদ্ধার করা হয় তার নথিপত্র রাখা একটি ছোট পাউচ।

Missing policeman found drowned in Sepang

পরিবারের অপেক্ষা আর উদ্বেগ

দমকল বিভাগের অপারেশন সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার জানান, তারা এখন নদীর স্রোত বরাবর প্রায় ২.৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছেন। ইতিমধ্যে চারবার গভীর পানিতে ডুব দিয়েছে বিশেষজ্ঞ ডাইভার দল।

সব ভুল ধারণা দূর করে কর্তৃপক্ষ জানায়—ঘটনার সময় কর্পোরাল মুহাম্মদ রহিমি আমিরুদ্দিন গাড়িতে একাই ছিলেন। তিনি পরিবার পরিদর্শন শেষে কাজে ফিরছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত তার স্বজনরা সংবাদমাধ্যমে কিছু বলতে রাজি হননি। শুধু নীরবতা, উদ্বেগ আর অপেক্ষা।

নরহিজাম বলেন, “তাকে পাওয়া না পর্যন্ত অভিযান থামবে না।”

এই দীর্ঘ রাত্রি আর অনিশ্চয়তার মাঝেই সেপাংয়ে এখনও প্রতিধ্বনিত হচ্ছে সেই একটাই নাম—কর্পোরাল মুহাম্মদ রহিমি আমিরুদ্দিন

Search for missing policeman in Kampung Giching continues

 

 

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য মহাপরিচালকের সঙ্গে অসদাচরণের জেরে এমএমসিএইচ চিকিৎসক সাময়িক বরখাস্ত

সেপাং বন্যায় নিখোঁজ পুলিশ সদস্যকে খুঁজছে উদ্ধার দল

০৬:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

সেপাংয়ের শান্ত গ্রামাঞ্চল হঠাৎ রাত্রিবেলা পরিণত হয় বন্যার হাহাকারে। সেই অচেনা অস্থিরতার মাঝেই নিখোঁজ হয়ে যান কর্পোরাল মুহাম্মদ রহিমি আমিরুদ্দিন—মাত্র ২৩ বছরের এক তরুণ পুলিশ সদস্য। শুক্রবার গভীর রাতে ক্লিনিক দেসা গিচিংয়ের কাছে তার গাড়ি আটকা পড়ে ওঠা পানিতে। কয়েক মিনিটের ব্যবধানে পানির স্রোত তাকে টেনে নেয় অন্ধকারের দিকে।

গ্রামবাসীরা বলেছে, রহিমিকে তারা শেষ দেখেছিল একটি রাস্তার সাইনবোর্ড আঁকড়ে ধরে। স্রোত বাড়তেই তাকে ভাসিয়ে নিয়ে যায় কুলভার্টের দিকে। সেই দৃশ্যের আতঙ্ক আজও চোখে লেগে আছে স্থানীয়দের।

উদ্ধার অভিযান থেমে নেই

Missing policeman found drowned in Sepang

ঘটনার পর রাত ১১টা ৩০ মিনিটে জরুরি ফোন আসে। মুহূর্তেই নড়ে ওঠে পুরো সেপাং এলাকা। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA) দমকল দল প্রথমে পৌঁছে যায় ঘটনাস্থলে। তাদের প্রথম রেসপন্স ইউনিট আসে রাত ১২টা ০২ মিনিটে।

জেলার পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার নরহিজাম বাহামান জানান, ৬০ জনেরও বেশি সদস্য—দমকল, সিভিল ডিফেন্স, সেপাং-নিলাই পুলিশ ও গ্রামবাসীসহ—চলমান উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

প্রাথমিক রাতে অভিযান থামাতে হয়েছিল প্রবল স্রোত আর অন্ধকারের কারণে। কিন্তু ভোরের আলো ফুটতেই আবার শুরু হয় তল্লাশি।

চোখের দেখার বিবরণ আরও ভয়ংকর। রহিমি বন্যার পথ ঠেলে গাড়ি এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু গাড়িটি স্রোতে পড়ে ড্রেনে আটকে যায়। সেখান থেকে বেরিয়ে তিনি কোনওভাবে একটি রাস্তার সাইনবোর্ডে পৌঁছান। সেখানে কয়েক মুহূর্ত আঁকড়ে ধরার পরই তাকে টেনে নেয় বন্যার শক্ত ঢেউ।

উদ্ধার দল কুলভার্টে কয়েক দফা ডাইভ দিয়েও তাকে খুঁজে পায়নি। শুধু গাড়ি থেকে উদ্ধার করা হয় তার নথিপত্র রাখা একটি ছোট পাউচ।

Missing policeman found drowned in Sepang

পরিবারের অপেক্ষা আর উদ্বেগ

দমকল বিভাগের অপারেশন সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার জানান, তারা এখন নদীর স্রোত বরাবর প্রায় ২.৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছেন। ইতিমধ্যে চারবার গভীর পানিতে ডুব দিয়েছে বিশেষজ্ঞ ডাইভার দল।

সব ভুল ধারণা দূর করে কর্তৃপক্ষ জানায়—ঘটনার সময় কর্পোরাল মুহাম্মদ রহিমি আমিরুদ্দিন গাড়িতে একাই ছিলেন। তিনি পরিবার পরিদর্শন শেষে কাজে ফিরছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত তার স্বজনরা সংবাদমাধ্যমে কিছু বলতে রাজি হননি। শুধু নীরবতা, উদ্বেগ আর অপেক্ষা।

নরহিজাম বলেন, “তাকে পাওয়া না পর্যন্ত অভিযান থামবে না।”

এই দীর্ঘ রাত্রি আর অনিশ্চয়তার মাঝেই সেপাংয়ে এখনও প্রতিধ্বনিত হচ্ছে সেই একটাই নাম—কর্পোরাল মুহাম্মদ রহিমি আমিরুদ্দিন

Search for missing policeman in Kampung Giching continues