২০২৬ সাল থেকে ফিলিপিনো নাগরিকরা ভিসা ছাড়াই সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য ওমান ভ্রমণ করতে পারবেন। ওমানের ম্যানিলাস্থ দূতাবাস এই ঘোষণা দিয়েছে। নতুন এই উদ্যোগ দু’দেশের পর্যটন, বাণিজ্যিক সম্পর্ক ও পারস্পরিক সংযোগকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
ভিসা-মুক্ত ভ্রমণের ঘোষণা
ফিলিপাইনের মাকাটি সিটিতে ওমানের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে জানানো হয় যে, খুব শিগগিরই ফিলিপিনো পর্যটকরা স্বল্পমেয়াদি সময়ের জন্য ভিসা ছাড়াই ওমানে প্রবেশ করতে পারবেন। এই সিদ্ধান্ত ২০২৬ সাল থেকে কার্যকর হতে পারে।

ফিলিপিনোদের জন্য ১৪ দিনের প্রবেশ সুবিধা
জিএমএ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিপাইনের জন্য নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত নাসের সাইদ আবদুল্লাহ আল মানওয়ারি বলেন, নতুন নিয়মের আওতায় ফিলিপিনো নাগরিকরা ভিসা ছাড়াই ১৪ দিন ওমানে থাকতে পারবেন। এটি ভ্রমণ প্রক্রিয়া সহজ করবে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়াবে।
বিমান সংযোগ বাড়ানোর সম্ভাবনা
রাষ্ট্রদূত আরও জানান, এই ভিসা-মুক্ত উদ্যোগের ফলে দু’দেশের মধ্যে বিমান চলাচল বাড়ানোর পথও খুলে যেতে পারে। তিনি উল্লেখ করেন যে সেবুতে নতুন সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা চলছে, পাশাপাশি ম্যানিলা থেকে ওমানে ফ্লাইটের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শুধু ওমান এয়ার নয়, অন্যান্য কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনও সম্ভাব্য নতুন রুট নিয়ে আগ্রহ দেখাচ্ছে।

ওমানের বৃহত্তর ভিসা-মুক্ত নীতির অংশ
বর্তমানে ওমান বিশ্বের ১০০টিরও বেশি দেশের নাগরিকদের জন্য ১৪ দিনের ভিসা-মুক্ত প্রবেশাধিকার দিয়ে থাকে। তবে এখনও সেই তালিকায় ফিলিপাইন অন্তর্ভুক্ত হয়নি। ২০২৬ সাল থেকে নতুন নীতি কার্যকর হলে ফিলিপিনো পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ হবে এবং অর্থনীতি, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পর্ক আরও গভীর হবে বলে ধারণা করা হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















