মাগুরা সদরে ভোররাতে দুইটি সরকারি দপ্তরে পরপর পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ নথি ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ পেট্রলভর্তি বোতল উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত চলছে।
দপ্তরে ধারাবাহিক হামলা
ভোরের আগে দু’দফায় হামলার ঘটনায় মাগুরা সদরের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও রেজিস্ট্রি অফিসে আগুন ছড়িয়ে পড়ে। দুই দপ্তরেই কাগজপত্র ও যন্ত্রপাতির ক্ষতি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ভূমি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ
শনিবার রাত প্রায় ৩টার দিকে দুর্বৃত্তরা ভূমি অফিস ভবনের পেছনের একটি জানালা ভেঙে ভেতরে পেট্রল বোমা ছোড়ে। মুহূর্তেই নিচতলার একটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে কম্পিউটারসহ ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
রেজিস্ট্রি অফিসে দ্বিতীয় হামলা
প্রথম ঘটনার দেড় ঘণ্টা পর ভোর ৪টা ৩০ মিনিটে একই কায়দায় রেজিস্ট্রি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। মূল নথিগুলো অক্ষত থাকলেও দলিল লেখকদের ব্যবহৃত দুইটি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়।

তদন্ত ও অভিযান চলছে
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, ঘটনাস্থল থেকে পেট্রলভর্তি বোতল উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে।
#Bangladesh #Magura #FireIncident #ArsonAttack
সারাক্ষণ রিপোর্ট 



















