নবম শ্রেণির এক শিক্ষার্থীকে রাজধানীর শনির আখড়ায় নিজ বাড়ি থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে শনিবার।
পরিবার জানায়, মৃত কিশোরীর নাম সামিয়া আকতার দিয়া, বয়স ১৫। তিনি দানিয়া বর্ণমালা উচ্চবিদ্যালয়ের ছাত্রী এবং পলাশপুর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

ঘটনার সময় পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার পর সামিয়া বাথরুমে যায় এবং ভেতর থেকে দরজা আটকে দেয়। দীর্ঘ সময় কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাঁরা ভেতরে প্রবেশ করেন। সেখানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত সামিয়াকে দেখতে পান।
তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পৌঁছানোর আগেই তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনার বিষয়ে কদমতলী থানাকে অবহিত করা হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















