কালিগঙ্গায় খেলতে গিয়ে নদীতে পড়ে দুই শিশুর মৃত্যু মানিকগঞ্জে
মানিকগঞ্জ সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে দুই চাচাতো ভাই নিখোঁজ হয়; কিছুক্ষণ পর তাদের লাশ পাওয়া যায় কালিগঙ্গা নদীতে। দুপুরে স্থানীয়দের সঙ্গে শিশুর পরিবার খোঁজাখুঁজির পর নদীতে ভাসমান অবস্থায় তারা দু’জনকে দেখতে পান।
পরিবারে শোকের মাতম
নিহতরা তিন বছর বয়সী জুনায়েদ মণ্ডল এবং আড়াই বছর বয়সী জামিল মণ্ডল। পরিবারের সদস্যরা জানান, তারা মাঠে খেলছিল, কিছু সময় পর আর দেখা যায়নি। নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
নিরাপত্তা নিয়ে সতর্কতা
পুলিশ জানায়, এটি দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। নদী-জলাশয়সংলগ্ন এলাকায় শিশুদের একা না রাখা ও নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সারাক্ষণ রিপোর্ট 


















