হাইকোর্ট বলল, নির্বাচনমুখী দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের দাবিতে করা রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট জানায়, দেশে ইতোমধ্যেই নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। আদালত বলেন, জনগণ এখন নির্বাচনমুখী, তাই এই পর্যায়ে এসে নির্বাচন-সংক্রান্ত রিটের শুনানি করা উপযুক্ত নয়।
রিট খারিজের সিদ্ধান্ত
সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
রিটকারীর প্রতি আদালতের মন্তব্য
রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হলে রিটকারী আইনজীবীর প্রতি আদালত বলেন, দেশের মানুষ এখন নির্বাচনের প্রস্তুতিতে মনোযোগী। নির্বাচন স্থগিতের দাবিতে রিট করার এটি উপযুক্ত সময় নয়। আদালতের মতে, এ ধরনের রিট এখন গ্রহণযোগ্য নয়।
রিটকারী আইনজীবীর প্রতিক্রিয়া
রিটকারী আইনজীবী মো. ইয়ারুল ইসলাম আদালতে তার যুক্তি উপস্থাপন করেন। তিনি জানান, আদালত স্পষ্ট করেছেন যে নির্বাচনের পরিবেশ গড়ে উঠেছে, তাই এই সময় রিট শুনানি করা সঠিক হবে না। আদালতের মনোভাব বুঝে বৃহত্তর জাতীয় স্বার্থে তিনি নিজেই রিটটি নট প্রেস (উত্থাপিত হয়নি) হিসেবে গ্রহণ করেন। ফলে রিটটি আর এগিয়ে নেওয়া হবে না।
সারাক্ষণ রিপোর্ট 



















