০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
শান্তি আলোচনায় ভর করে তেলের দাম কমছে,জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়ছেই টিনএজারদের জন্য আরও কড়া নিরাপত্তা নিয়ে আসছে রেডিট উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে সুনামি, প্রস্তুতি নিয়ে নতুন প্রশ্ন চিকিৎসকদের মূল্যায়ন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো গুরুতর বেনাপোলে ১৫০ ট্রাক আটকে সুপারি রপ্তানিতে বড় সংকট মেটালিকার কনসার্টে স্পিকার টাওয়ারে চড়ে আজীবন নিষেধাজ্ঞায় দুই ভক্ত ঢাকায় প্রধান বিচারপতির বাড়ির আশপাশে সমাবেশ নিষিদ্ধ ইঁদুরের দাপটে টোকিওর পরিচ্ছন্ন ভাবমূর্তিতে ধাক্কা প্রতি ছাদে সৌর প্যানেল বসাতে স্টার্টআপদের দৌড় গুগলকে ঠেকাতে করপোরেট দৌড়ে বড় গ্রাহক পেল ওপেনএআই

গুগলকে ঠেকাতে করপোরেট দৌড়ে বড় গ্রাহক পেল ওপেনএআই

করপোরেট বাজারে শক্ত অবস্থান গড়ার চেষ্টা

গুগলের জেমিনি মডেলের ওঠানামা নিয়ে ভেতরে ‘কোড রেড’ সতর্কতা জারি করার কয়েক দিনের মাথায়ই বড় এক বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে নতুন এন্টারপ্রাইজ চুক্তি ঘোষণা করেছে ওপেনএআই। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি তাদের প্রচুর জ্ঞানভিত্তিক কাজ, ডকুমেন্টেশন ও অভ্যন্তরীণ সাপোর্টকে ওপেনএআইএর মডেলের ওপর নির্ভর করে চালাতে চায়। শুধু চ্যাটবট নয়, কোড জেনারেশন টুল, ডেটা বিশ্লেষণ সহকারী এবং প্রতিষ্ঠানের নিজস্ব তথ্যভান্ডারের ওপর কাস্টমাইজড মডেল—সব মিলিয়ে এক ধরনের প্যাকেজ সমাধান দেখাতে চাইছে কোম্পানিটি। সমালোচকেরা বলছেন, জেমিনির নতুন সংস্করণ নিয়ে করপোরেট ক্রেতাদের আগ্রহ বাড়ায় ওপেনএআই-এর ওপর চাপও বেড়েছিল; তাই এই চুক্তি বিনিয়োগকারীদের উদ্দেশে এক ধরনের বার্তা—বহু বিলিয়ন ডলারের পরিকাঠামো খরচের বিপরীতে বাস্তব আয় আসতে শুরু করেছে।

এন্টারপ্রাইজ এআই দৌড়ে নতুন সমীকরণ

গণহারে করপোরেট গ্রাহক পাওয়ার এই প্রতিযোগিতায় এখন বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সরাসরি লড়াইয়ে নেমেছে ওপেনএআই। মাইক্রোসফট, গুগল বা আমাজন—নিজেদের সার্ভার, ডেটাবেইস ও সাইবার নিরাপত্তা প্যাকেজের সঙ্গে এআই সেবা বেঁধে দিতে পারায় অনেক প্রতিষ্ঠানের জন্য একক ইকোসিস্টেমে থাকা সুবিধাজনক মনে হচ্ছে। ওপেনএআই সেই সুবিধা থেকে বঞ্চিত হলেও, আলাদা করে সেরা মডেল ও দ্রুত ফিচার আপডেট দেওয়ার মাধ্যমে নিজেকে প্রিমিয়াম বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছে। বড় এন্টারপ্রাইজ গ্রাহক পেলে তা কেবল রাজস্ব নয়, ভবিষ্যৎ বিক্রির জন্য রেফারেন্স কেস হিসেবেও কাজ করে। অন্যদিকে, ক্রমেই বেশি প্রতিষ্ঠান নিরাপত্তা, ডেটা রেসিডেন্সি, খরচ এবং মডেলের সঠিকতা নিয়ে কঠোর শর্ত দিচ্ছে; তাই কেবল ডেমোতে চমক দেখানো চ্যাটবট নয়, দৃঢ় গভর্নেন্স ও অডিটিং সুবিধাও এখন এআই সেবার অংশ হয়ে উঠছে। পরের ধাপে কে কত দ্রুত ব্যাংক, স্বাস্থ্যখাত, উৎপাদন বা লজিস্টিকের মতো নির্দিষ্ট সেক্টরের জন্য মানানসই এআই সহকারী বানাতে পারবে—সেই প্রতিযোগিতাই হয়তো বাজার ভাগ্য ঠিক করবে।

জনপ্রিয় সংবাদ

শান্তি আলোচনায় ভর করে তেলের দাম কমছে,জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়ছেই

গুগলকে ঠেকাতে করপোরেট দৌড়ে বড় গ্রাহক পেল ওপেনএআই

০৩:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

করপোরেট বাজারে শক্ত অবস্থান গড়ার চেষ্টা

গুগলের জেমিনি মডেলের ওঠানামা নিয়ে ভেতরে ‘কোড রেড’ সতর্কতা জারি করার কয়েক দিনের মাথায়ই বড় এক বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে নতুন এন্টারপ্রাইজ চুক্তি ঘোষণা করেছে ওপেনএআই। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি তাদের প্রচুর জ্ঞানভিত্তিক কাজ, ডকুমেন্টেশন ও অভ্যন্তরীণ সাপোর্টকে ওপেনএআইএর মডেলের ওপর নির্ভর করে চালাতে চায়। শুধু চ্যাটবট নয়, কোড জেনারেশন টুল, ডেটা বিশ্লেষণ সহকারী এবং প্রতিষ্ঠানের নিজস্ব তথ্যভান্ডারের ওপর কাস্টমাইজড মডেল—সব মিলিয়ে এক ধরনের প্যাকেজ সমাধান দেখাতে চাইছে কোম্পানিটি। সমালোচকেরা বলছেন, জেমিনির নতুন সংস্করণ নিয়ে করপোরেট ক্রেতাদের আগ্রহ বাড়ায় ওপেনএআই-এর ওপর চাপও বেড়েছিল; তাই এই চুক্তি বিনিয়োগকারীদের উদ্দেশে এক ধরনের বার্তা—বহু বিলিয়ন ডলারের পরিকাঠামো খরচের বিপরীতে বাস্তব আয় আসতে শুরু করেছে।

এন্টারপ্রাইজ এআই দৌড়ে নতুন সমীকরণ

গণহারে করপোরেট গ্রাহক পাওয়ার এই প্রতিযোগিতায় এখন বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সরাসরি লড়াইয়ে নেমেছে ওপেনএআই। মাইক্রোসফট, গুগল বা আমাজন—নিজেদের সার্ভার, ডেটাবেইস ও সাইবার নিরাপত্তা প্যাকেজের সঙ্গে এআই সেবা বেঁধে দিতে পারায় অনেক প্রতিষ্ঠানের জন্য একক ইকোসিস্টেমে থাকা সুবিধাজনক মনে হচ্ছে। ওপেনএআই সেই সুবিধা থেকে বঞ্চিত হলেও, আলাদা করে সেরা মডেল ও দ্রুত ফিচার আপডেট দেওয়ার মাধ্যমে নিজেকে প্রিমিয়াম বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছে। বড় এন্টারপ্রাইজ গ্রাহক পেলে তা কেবল রাজস্ব নয়, ভবিষ্যৎ বিক্রির জন্য রেফারেন্স কেস হিসেবেও কাজ করে। অন্যদিকে, ক্রমেই বেশি প্রতিষ্ঠান নিরাপত্তা, ডেটা রেসিডেন্সি, খরচ এবং মডেলের সঠিকতা নিয়ে কঠোর শর্ত দিচ্ছে; তাই কেবল ডেমোতে চমক দেখানো চ্যাটবট নয়, দৃঢ় গভর্নেন্স ও অডিটিং সুবিধাও এখন এআই সেবার অংশ হয়ে উঠছে। পরের ধাপে কে কত দ্রুত ব্যাংক, স্বাস্থ্যখাত, উৎপাদন বা লজিস্টিকের মতো নির্দিষ্ট সেক্টরের জন্য মানানসই এআই সহকারী বানাতে পারবে—সেই প্রতিযোগিতাই হয়তো বাজার ভাগ্য ঠিক করবে।