রাজ্যসভায় ১৫০ বছর পূর্তি আলোচনায় তীব্র রাজনৈতিক তর্ক
রাজ্যসভায় ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর উপলক্ষে বিশেষ আলোচনার সময় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। কংগ্রেস সভাপতি ও বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে এই সুযোগে বিজেপির আদর্শিক শিকড়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, স্বাধীনতা সংগ্রামের সময় কংগ্রেস নেতারা যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন বিজেপির পূর্বসূরিরা “ব্রিটিশদের পাশে কাজ করছিলেন।”
স্বাধীনতা সংগ্রামে ‘বন্দে মাতরম’-এর ভূমিকা তুলে ধরলেন খড়্গে
খড়্গে জানান, কংগ্রেসই গানটিকে ব্রিটিশবিরোধী সংগ্রামের স্লোগানে পরিণত করেছিল। তিনি বলেন, ১৯২১ সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সময় কংগ্রেসের লাখো কর্মী ‘বন্দে মাতরম’ ধ্বনি তুলে কারাগারে গিয়েছিলেন। কিন্তু তিনি অভিযোগ তোলেন, “আপনারা তখন কী করছিলেন? ব্রিটিশদের পক্ষে কাজ করছিলেন।”

নেহরুকে অপমানের অভিযোগও তুললেন খড়্গে
খড়্গে আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায়ই জওহরলাল নেহরুকে অপমান করেন। তাঁর ভাষায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একই পথে চলেন।
শাহের জবাব: নির্বাচনের সঙ্গে যুক্ত করা ভুল
এর আগেই অমিত শাহ দাবি নাকচ করেন যে এই আলোচনা পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়েছে। তিনি বলেন, বন্দে মাতরমের মহিমা নিয়ে আলোচনা নির্বাচননির্ভর নয় এবং এ বিষয়টি “নতুন করে ভাবা প্রয়োজন।” শাহ বলেন, ‘বন্দে মাতরম’ এমন এক চিরন্তন রচনা, যা দেশভক্তি ও কর্তব্যবোধ জাগিয়ে তোলে।

১৫০ বছরের ঐতিহ্য
১৮৮২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘আনন্দমঠ’-এ অন্তর্ভুক্ত ও স্বাধীনভাবে রচিত ‘বন্দে মাতরম’ ২০২৫ সালের ৭ নভেম্বর ১৫০ বছর পূর্ণ করে।
সারাক্ষণ রিপোর্ট 


















