পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। কারাগারের বাইরে তার সমর্থকদের লাগাতার বিক্ষোভে এলাকার স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ায় পরিস্থিতি নতুন করে জটিল হয়েছে। বুধবার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়ে বলেন, প্রাদেশিক প্রশাসন কেন্দ্রের সঙ্গে পরামর্শ করে দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছে।

কোথায় নেওয়া হতে পারে ইমরান খানকে
সরকারি সূত্র জানিয়েছে, বিকল্প হিসেবে আত্তক জেলা কারাগারের নাম সবচেয়ে আলোচনায় রয়েছে। নিরাপত্তা, জনদুর্ভোগ এবং চলমান রাজনৈতিক উত্তেজনার বিষয়গুলো বিবেচনায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রশাসন।
বিক্ষোভে উত্তেজনা, সাক্ষাতেও বাধা

আদিয়ালা কারাগারের বাইরে প্রতিদিনই খানের সমর্থকরা বিক্ষোভ করছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের তথ্য সমন্বয়কারী ইখতিয়ার ওয়ালি বলেন, এসব বিক্ষোভে আশপাশের বাসিন্দাদের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণেই সরকার পিটিআই প্রতিষ্ঠাতাকে এখানে রাখার বিষয়টি পুনর্বিবেচনা করছে। মঙ্গলবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, যখন কারা কর্তৃপক্ষ ইমরান খানের বোন ও আইনজীবীদের সাক্ষাৎ করতে দেয়নি।
সারাক্ষণ রিপোর্ট 


















