ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী রাজধানীতে সশস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর ও সংকটজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় ও স্থান
শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয় নগর কালভার্ট এলাকায় অজ্ঞাতনামা অস্ত্রধারীরা ওসমান হাদীর ওপর আকস্মিক হামলা চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত উদ্ধার হন এবং দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেকে নেওয়া হয়।

চিকিৎসকের বক্তব্য
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশতাক আহমেদ জানান, ওসমান হাদীর অবস্থা অত্যন্ত সংকটজনক। তার মাথায় গুলি লেগেছে এবং তিনি গভীর অচেতন অবস্থায় রয়েছেন।
অভ্যুত্থানপন্থীদের সমাবেশ
গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট আন্দোলনকারীরা ঢামেক হাসপাতালের সামনে জড়ো হন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

#tags Inquilab_Manch Election_Violence Osman_Hadi Critical_Injury Shooting Dhaka_8
সারাক্ষণ রিপোর্ট 



















