হাদির শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যাচ্ছে না, তবে তা এখনো অনিশ্চিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসা দলের মতে, বর্তমান পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়, কারণ শরীরের প্রতিক্রিয়ার ওপরই নির্ভর করছে ভবিষ্যৎ অবস্থার দিকনির্দেশনা।
মস্তিষ্কে পরিবর্তন অপরিবর্তিত, চাপই বড় চ্যালেঞ্জ
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, হাদির মস্তিষ্কে ইস্কেমিক পরিবর্তন ও এডিমা এখনো আগের মতোই রয়েছে। ব্রেন স্টেমে আঘাতের কারণে ভেন্ট্রিকুলার সিস্টেমে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রযুক্তির সহায়তায় সচল হৃদযন্ত্র, ফুসফুস ও কিডনি
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, কৃত্রিম ভেন্টিলেশন ও আধুনিক জীবনরক্ষাকারী প্রযুক্তির মাধ্যমে হাদির হৃদযন্ত্র, ফুসফুস ও কিডনির কার্যক্রম বজায় রাখা হচ্ছে। তার গ্লাসগো কোমা স্কেল স্কোরেও এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। ফলে নিউরোলজিক্যাল অবস্থায় দৃশ্যমান কোনো উন্নতি বা অবনতির লক্ষণ নেই।
গুজব নাকচ, অবস্থা স্থিতিশীল হলেও সংকটাপন্ন
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে গুজব বলে নাকচ করেছেন চিকিৎসকরা। ডা. আহাদ স্পষ্ট করে জানিয়েছেন, হাদি চোখ খুলেছেন বা তার অবস্থার উন্নতি হয়েছে—এমন কোনো তথ্য সঠিক নয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো স্থিতিশীল থাকলেও সংকটাপন্ন।
সময়সীমার মধ্যেই নজর শরীরের প্রতিক্রিয়ায়
চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাবিজ্ঞানের সীমাবদ্ধতার মধ্যেও অনেক সময় অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যায়। সেই সম্ভাবনাকে সামনে রেখেই সর্বোচ্চ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখা হয়েছে। ব্রেন ইনজুরির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, যার মধ্যে শরীর ইতিবাচক সাড়া দিলে ভবিষ্যতের বিষয়ে কিছুটা আশার সুযোগ তৈরি হয়। বর্তমানে সেই সময়সীমার মধ্যেই হাদির শারীরিক প্রতিক্রিয়ার দিকে নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে।
ফুসফুসে রক্তক্ষরণ, শ্বাসপ্রশ্বাস ব্যবস্থাপনা চলছে
ডা. আহাদ আরও জানান, হাদির ফুসফুসের সর্বশেষ সিটি স্ক্যানে আগের মতোই রক্তের উপস্থিতি দেখা গেছে। এ কারণেই বাংলাদেশে তার বুকে নল বসানো হয়েছিল। সিঙ্গাপুরেও একই জটিলতা বিবেচনায় রেখে শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থাপনা চালু রয়েছে।
#HadiHealthUpdate #CriticalCare #BrainInjury #LifeSupport #MedicalUpdate #ICUCare #HealthNews
সারাক্ষণ রিপোর্ট 


















