নারায়ণগঞ্জ-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ। পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে ঘোষণা
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান মাসুদুজ্জামান মাসুদ। সেখানে তিনি বলেন, প্রার্থিতা ঘোষণার পর থেকেই পরিবারের সদস্যরা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
নিরাপত্তা শঙ্কা বাড়ার পেছনের কারণ
তিনি জানান, ঢাকায় ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়। এই পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করা হয়। পরিবারের কথা বিবেচনা করেই তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।
দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা
মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানাতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে যোগাযোগ সম্ভব হয়নি। পরবর্তীতে তিনি বিষয়টি দলকে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলেও জানান।
নেতাকর্মীদের প্রতিক্রিয়া
হঠাৎ করে তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় তার অনুসারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিস্ময় দেখা দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত কয়েকজন নেতাকর্মী এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন।
প্রার্থী মনোনয়নের প্রেক্ষাপট
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত ৩ নভেম্বর প্রথম দফায় বিএনপি ২৩৭ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করে। ওই তালিকায় নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী হিসেবে মো. মাসুদুজ্জামান মাসুদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল।
সারাক্ষণ রিপোর্ট 


















