ফেলে আসা দিন,
সবই ছিল রঙিন,
স্মৃতির পাতা তাই –
আজো বলে কথা।
নির্জনতায় হাঁটিনি
দুজনে- বহুদিন,
একা কাটে সময় ,
একার সবই
অর্থহীন।
তোমায় ভেবে-
হাঁটছি অচেনা পথে,
ছন্দ না হলেও
লিখছি-
কবিতা।
শীতের সকালে –
নিঃসঙ্গ হাঁটা,
শহরটা কুয়াশার-
চাদরে ঢাকা।
বছর ঘুরে শীত আসে
আসে না কাঙ্খিত হৃদয়ের
আশা!
শিবলী আহম্মেদ সুজন 


















