চীনের জলসীমার ভেতরে অবৈধভাবে বিদেশি স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যবহারের অভিযোগে একটি বিদেশি জাহাজকে জরিমানা করেছে চীন। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এটি এই ধরনের প্রথম নিয়ন্ত্রক ব্যবস্থা।
নিংবো বন্দরে নিয়মিত তল্লাশিতে ধরা পড়ে ডিভাইস
প্রতিবেদনে বলা হয়, চীনের ঝেজিয়াং প্রদেশের নিংবো বন্দরে নিয়মিত পরিদর্শনের সময় সামুদ্রিক আইন প্রয়োগকারী কর্মকর্তারা জাহাজটির ওপর একটি ছোট আয়তাকার অ্যান্টেনা দেখতে পান। অ্যান্টেনাটি জাহাজের ওপরের ডেকে স্থাপন করা ছিল। তবে জাহাজটির নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।
মানক যোগাযোগ সরঞ্জাম থেকে ভিন্ন অ্যান্টেনা
নিংবো সামুদ্রিক নিরাপত্তা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ওই অ্যান্টেনাটি প্রচলিত সামুদ্রিক নিরাপত্তা যোগাযোগ সরঞ্জামের সঙ্গে মিলছিল না। আকার ও গঠনগত দিক থেকে এটি স্পষ্টভাবে আলাদা ছিল, যা কর্তৃপক্ষের সন্দেহ বাড়ায়।
পরবর্তীতে নিশ্চিত হয় স্যাটেলাইট যোগাযোগ ডিভাইস
পরবর্তী যাচাইয়ে নিশ্চিত করা হয়, অ্যান্টেনাটি একটি বিদেশি প্রতিষ্ঠানের তৈরি নিম্ন-কক্ষপথ স্যাটেলাইট যোগাযোগ ডিভাইস। আরও জানা যায়, জাহাজটি চীনের আঞ্চলিক জলসীমায় প্রবেশের পরও ডিভাইসটি ব্যবহার করে তথ্য আদান-প্রদান চালিয়ে যাচ্ছিল।
স্টারলিংক টার্মিনাল হিসেবে শনাক্ত
প্রতিবেদনে ডিভাইসটির ব্র্যান্ডের নাম সরাসরি উল্লেখ না করা হলেও প্রকাশিত ছবিতে সেটিকে স্টারলিংক টার্মিনাল হিসেবে শনাক্ত করা যায়। স্টারলিংক হলো একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা, যা চীনের নিয়ন্ত্রণের বাইরে পরিচালিত হয়।
প্রথমবারের মতো সফল নিয়ন্ত্রক পদক্ষেপ
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের জলসীমার মধ্যে নিম্ন-কক্ষপথ স্যাটেলাইট যোগাযোগের অবৈধ ব্যবহারের বিরুদ্ধে এটি প্রথম সফল নিয়ন্ত্রক ব্যবস্থা। এই ঘটনাকে ভবিষ্যতে এমন ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 


















