কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ফটকে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন আওয়ামী লীগের এক নেতা। রোববার বিকেলে এ ঘটনা ঘটে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কারাগার-২ এর সুপার আল মামুন জানান, পুলিশ হেফাজতে হস্তান্তরের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান ওই নেতা।
মৃত ব্যক্তির নাম ওয়াসিকুর রহমান বাবু। তিনি বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গ্রেপ্তার ও কারাবাসের তথ্য
কারা সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর ঢাকার পান্থপথ এলাকায় একটি হঠাৎ মিছিলে অংশ নেওয়ার সময় ওয়াসিকুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তিন দিন পর, ২৭ সেপ্টেম্বর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়।
রিমান্ডে নেওয়ার সময় অসুস্থতা
সুপার আল মামুন বলেন, রোববার দুপুরে একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর হলে পুলিশ সদস্যরা কারাগারে আসেন। কারাগারের ফটকে পুলিশ হেফাজতে হস্তান্তরের সময়ই ওয়াসিকুর হঠাৎ অচেতন হয়ে পড়েন।
হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
তাৎক্ষণিকভাবে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর কারণ এখনও অজানা
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সারাক্ষণ রিপোর্ট 



















