বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন। এই উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকায় সম্ভাব্য জনসমাগম ও যানজটের কথা বিবেচনায় রেখে কিছু এলাকায় তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।
বিজিএমইএর নোটিশ
সোমবার বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক নোটিশে এই পরামর্শ জানানো হয়। নোটিশে বলা হয়েছে, তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরসংলগ্ন এলাকায় বড় ধরনের জনসমাগম হতে পারে, যা স্বাভাবিক চলাচলে প্রভাব ফেলতে পারে।

যেসব এলাকায় কারখানা বন্ধ রাখার অনুরোধ
নোটিশ অনুযায়ী, উত্তরা পূর্ব ও পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ এবং আশুলিয়ার পূর্বাংশ এলাকার রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোকে বৃহস্পতিবার বন্ধ রাখার জন্য মালিকদের অনুরোধ জানানো হয়েছে।
সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা
বিজিএমইএ জানিয়েছে, ওই দিন বিমানবন্দরের আশপাশে মানুষের ভিড় বাড়লে শ্রমিকদের কারখানায় যাতায়াত এবং আমদানি-রপ্তানির পণ্য পরিবহনে সমস্যা দেখা দিতে পারে। এতে উৎপাদন ও সরবরাহ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

কারখানা কর্তৃপক্ষের জন্য নির্দেশনা
সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট এলাকার কারখানা কর্তৃপক্ষকে শ্রমিকদের যাতায়াত ও পণ্য পরিবহন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছে বিজিএমইএ। প্রয়োজনে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবারের পরিবর্তে অন্য কোনো দিন কাজ করিয়ে ছুটি সমন্বয়ের বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।
পণ্য পরিবহন বিষয়ে পরামর্শ
এ ছাড়া জরুরি আমদানি-রপ্তানির কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান চলাচলের ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।
সারাক্ষণ রিপোর্ট 



















