০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
বিআরটিএতে সবচেয়ে বেশি দুর্নীতি, আইনশৃঙ্খলা ও পাসপোর্ট দপ্তরও শীর্ষে মগবাজার ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ, নিহত এক পথচারী অসম ভিআইপি সুবিধা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন: নির্বাচন কমিশনকে জানাল জামায়াত বড়দিন ও সাপ্তাহিক ছুটিতে টানা তিন দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার বৃহস্পতিবার দেশে পালিত হবে বড়দিন, উৎসব ঘিরে শুভেচ্ছা ও বাড়তি নিরাপত্তা উপেক্ষিত রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থানে বিশ্বব্যাংকের নতুন অর্থায়ন, বাংলাদেশে অনুমোদন ১৫০ কোটি ডলার তারেক রহমানের প্রত্যাবর্তনে সরকারের স্বাগত, পূর্ণ সহযোগিতার আশ্বাস গাজীপুরে জাসাস নেতাকে ছুরিকাঘাতে হত্যা টাকা-ডলার বিনিময় হারে বাড়ছে ফাঁক, বৈদেশিক প্রতিযোগিতায় ঝুঁকির সতর্কতা

ভারতে মিলল বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট, তদন্তে কাস্টমস

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রাইগঞ্জে বিপুল পরিমাণ বাংলাদেশি দুই টাকার নতুন নোট উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। উদ্ধার হওয়া নোটের সংখ্যা ৬০ হাজার, যার মোট মূল্য এক লাখ ২০ হাজার টাকা। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।

ঘটনার সূত্রপাত ও ধাওয়া
কাস্টমস বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকায় অবস্থান নেয়। সেখানে তারা নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে দুই যুবককে যেতে দেখে থামার সংকেত দেয়। শুরুতে থামার ভান করলেও হঠাৎ মোটরসাইকেল দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করে তারা।

পালানোর সময় টাকা ফেলে যায়
কাস্টমস কর্মকর্তারা তাদের গাড়িতে করে ধাওয়া দিলে ওই দুই যুবক বাংলাদেশি টাকার বাণ্ডিল রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বাণ্ডিলগুলো জব্দ করে কাস্টমস বিভাগ।

নোটগুলো সম্পূর্ণ নতুন
জব্দ করা বাণ্ডিল খুলে দেখা যায়, সেখানে মোট ৬০ হাজারটি দুই টাকার নোট রয়েছে। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, এসব নোট একেবারেই নতুন এবং আগে কখনো ব্যবহৃত হয়নি। তবে এত বিপুল পরিমাণ বাংলাদেশি নতুন নোট কীভাবে ভারতে এলো, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

পুলিশের বক্তব্য
রাইগঞ্জের পুলিশ সুপার অনুজ কুমার দাস জানিয়েছেন, পালিয়ে যাওয়া দুই যুবকের একজনের গায়ে ভলান্টিয়ারের জ্যাকেট ছিল। তিনি আরও বলেন, এর আগে রাইগঞ্জ এলাকায় এতো বড় অঙ্কের বাংলাদেশি মুদ্রা উদ্ধারের কোনো নজির নেই।

এ ঘটনায় কাস্টমস ও পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। উদ্ধার করা নতুন নোটের উৎস এবং পাচারের সম্ভাব্য নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বিআরটিএতে সবচেয়ে বেশি দুর্নীতি, আইনশৃঙ্খলা ও পাসপোর্ট দপ্তরও শীর্ষে

ভারতে মিলল বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট, তদন্তে কাস্টমস

০৭:১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রাইগঞ্জে বিপুল পরিমাণ বাংলাদেশি দুই টাকার নতুন নোট উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। উদ্ধার হওয়া নোটের সংখ্যা ৬০ হাজার, যার মোট মূল্য এক লাখ ২০ হাজার টাকা। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।

ঘটনার সূত্রপাত ও ধাওয়া
কাস্টমস বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকায় অবস্থান নেয়। সেখানে তারা নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে দুই যুবককে যেতে দেখে থামার সংকেত দেয়। শুরুতে থামার ভান করলেও হঠাৎ মোটরসাইকেল দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করে তারা।

পালানোর সময় টাকা ফেলে যায়
কাস্টমস কর্মকর্তারা তাদের গাড়িতে করে ধাওয়া দিলে ওই দুই যুবক বাংলাদেশি টাকার বাণ্ডিল রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বাণ্ডিলগুলো জব্দ করে কাস্টমস বিভাগ।

নোটগুলো সম্পূর্ণ নতুন
জব্দ করা বাণ্ডিল খুলে দেখা যায়, সেখানে মোট ৬০ হাজারটি দুই টাকার নোট রয়েছে। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, এসব নোট একেবারেই নতুন এবং আগে কখনো ব্যবহৃত হয়নি। তবে এত বিপুল পরিমাণ বাংলাদেশি নতুন নোট কীভাবে ভারতে এলো, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

পুলিশের বক্তব্য
রাইগঞ্জের পুলিশ সুপার অনুজ কুমার দাস জানিয়েছেন, পালিয়ে যাওয়া দুই যুবকের একজনের গায়ে ভলান্টিয়ারের জ্যাকেট ছিল। তিনি আরও বলেন, এর আগে রাইগঞ্জ এলাকায় এতো বড় অঙ্কের বাংলাদেশি মুদ্রা উদ্ধারের কোনো নজির নেই।

এ ঘটনায় কাস্টমস ও পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। উদ্ধার করা নতুন নোটের উৎস এবং পাচারের সম্ভাব্য নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে।