দক্ষিণের দাসত্ব ছেড়ে উত্তরের পথে ট্রেনে ওঠার দিনটিকে ইতিহাস আজ মুক্তির প্রতীক হিসেবে দেখে। কিন্তু সেই মুক্তির সঙ্গে সঙ্গে ভয় দূর হয়নি। দাসত্ব থেকে পালিয়ে বেঁচে যাওয়া মানুষটি পরবর্তী প্রায় এক দশক কাটিয়েছিলেন অনিশ্চয়তা, আতঙ্ক আর নিঃসঙ্গতার ভেতর দিয়ে। এই মানুষটি আজ পরিচিত ফ্রেডরিক ডগলাস নামে।
পালানোর রাত, ভয়ের শুরু
আঠারোশো আটত্রিশ সালের সেপ্টেম্বরের শুরুতে, কুড়ির কোঠায় এক তরুণ নাবিকের পোশাকে মেরিল্যান্ড থেকে উত্তরের ট্রেনে ওঠেন। সঙ্গে ধার করা পরিচয়পত্র। জন্মনাম ফ্রেডরিক বেইলি হলেও সে সময় নাম বদলে রেখেছিলেন জনসন। নিউ ইয়র্কে পৌঁছানো মানেই মুক্তি ছিল না। প্রতিটি মুহূর্তে তাড়া করত ধরা পড়ে আবার দাসত্বে ফেরার আশঙ্কা। তার নিজের ভাষায়, সেই অনুভূতি ছিল স্বস্তির নয়, বরং চেপে বসা উদ্বেগের।
শৈশবের ক্ষত
দাসত্বেই জন্ম, জন্মসাল নিয়েও নিশ্চিত তথ্য নেই। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মেরিল্যান্ডের এক খামারে বেড়ে ওঠা। অনাহার, নির্যাতন আর অবমাননার স্মৃতি তিনি পরে নিজের আত্মজীবনীতে লিখেছেন। শৈশবে অন্য দাস শিশুদের সঙ্গে পশুর মতো একই পাত্র থেকে খাবার খাওয়ার দৃশ্য তার লেখায় ফিরে ফিরে এসেছে। কৈশোরে বাল্টিমোরে কাজের সময় এক শ্বেতাঙ্গ গৃহকর্ত্রীর কাছে বর্ণমালা শেখার সুযোগ পান। এরপর গোপনে পড়াশোনা চালিয়ে যান পুরোনো কাগজ আর খাতার সাহায্যে।

নাম বদল, তবু নিরাপত্তা নয়
নিউ ইয়র্কে পৌঁছে নাম বদলালেও নিরাপত্তা আসেনি। মনে মনে তিনি নিজেকে বলতেন, কাউকে বিশ্বাস করা যাবে না। ম্যাসাচুসেটসে গিয়ে তিনি ফ্রেডরিক ডগলাস নাম গ্রহণ করেন। তবু প্রতিদিনের জীবন কাটে আতঙ্কে। যে কোনো সময় পুরোনো মালিক এসে ধরে নিয়ে যাবে, এই ভয় তাকে তাড়া করত।
সমুদ্র পেরিয়ে স্বস্তির শ্বাস
আঠারোশো পঁয়তাল্লিশ সালে আত্মজীবনী প্রকাশের পর পরিচিতি বাড়ে। বক্তৃতার জন্য তিনি ইউরোপে যান। ব্রিটেনে গিয়ে দেখেন, সেখানে কৃষ্ণাঙ্গ মানুষদের প্রতি আচরণ ভিন্ন। দাসপ্রথা বিলুপ্ত হওয়ায় সমাজের দৃষ্টিভঙ্গি বদলেছে। এই সফরে কয়েকজন মানবতাবাদী মানুষ তার স্বাধীনতা কেনার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নেন। এর ফলে তিনি আইনি দিক থেকেও মুক্ত মানুষ হয়ে ফেরেন।
মুক্তির দায়
মুক্ত হয়ে দেশে ফিরে তিনি আর শুধু পালিয়ে বাঁচা মানুষ নন, হয়ে ওঠেন চিন্তাবিদ ও আন্দোলনের কণ্ঠস্বর। সংবাদপত্র প্রতিষ্ঠা করেন, দাসপ্রথা বিলোপের পক্ষে জোরালো অবস্থান নেন। রাষ্ট্রনেতাদের পরামর্শ দেন, নারীর ভোটাধিকারের পক্ষেও কথা বলেন। দাসত্ব আর স্বাধীনতার মাঝের ভয়ের যে অভিজ্ঞতা তিনি বয়ে বেড়িয়েছেন, সেটাই তাকে আজীবন লড়াইয়ে রেখেছে।
#ফ্রেডরিকডগলাস #দাসত্বেরইতিহাস #মানবমুক্তি #আফ্রিকানআমেরিকানইতিহাস #উনিশশতক #স্বাধীনতারলড়াই
সারাক্ষণ রিপোর্ট 



















