জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার প্রতিষ্ঠাকালীন রাজনৈতিক লক্ষ্য থেকে সরে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যোগ দিলেও নিজের পদ বা দল ছাড়ার কোনো কারণ দেখছেন না দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। রোববার সন্ধ্যায় দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত জোটে যোগ দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সামান্থা শারমিন জানান, জামায়াতের সংবাদ সম্মেলনের মাধ্যমেই তিনি জানতে পারেন যে এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াত নেতৃত্বাধীন সমমনা দলগুলোর জোটে যুক্ত হয়েছে। তার ভাষায়, এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল না।
তিনি স্মরণ করিয়ে দেন, গণতান্ত্রিক সংস্কার জোট ঘোষণার দিন জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছিলেন, তা থেকে এই ধরনের রাজনৈতিক অবস্থান নেওয়ার ইঙ্গিত পাওয়া যায়নি।

চুক্তি ভঙ্গের অভিযোগ ও তৃতীয় শক্তির প্রশ্ন
সামান্থা শারমিন বলেন, গত ৭ ডিসেম্বর এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে যে জোট গঠিত হয়েছিল, তার অন্যতম শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন ইতোমধ্যেই এনসিপির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে।
তার দাবি, এই অবস্থান তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগকে দুর্বল করেছে এবং এনসিপির মূলধারার রাজনৈতিক পথকেও ক্ষতিগ্রস্ত করেছে। এমনকি জোটকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে আসন ভাগাভাগির দিকেও দলটি এগিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
প্রতিষ্ঠাকালীন আদর্শ থেকে বিচ্যুতি নিয়ে অভিযোগ
এনসিপির বর্তমান অবস্থানকে প্রতিষ্ঠার মূল লক্ষ্য থেকে সরে যাওয়া বলে উল্লেখ করে সামান্থা শারমিন বলেন, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে দলের ভেতরের কিছু ব্যক্তি কয়েকটি সংসদীয় আসনের বিনিময়ে প্রতিষ্ঠাকালীন আকাঙ্ক্ষা থেকে সরে গেছেন।

তবু পদত্যাগ নয়
তীব্র সমালোচনা সত্ত্বেও তিনি স্পষ্ট করেন, এনসিপি থেকে পদত্যাগ করার কোনো যুক্তি তিনি দেখছেন না। তার মতে, দল হিসেবে এনসিপির আনুষ্ঠানিক অবস্থানের সঙ্গে তিনি একমত এবং কিছু ব্যক্তির বিচ্যুতি থাকলেও দল সামগ্রিকভাবে সঠিক অবস্থানেই রয়েছে।
জামায়াত আমিরের ঘোষণা ও এনসিপির অবস্থান
এর আগে রোববার বিকেলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানান, এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি আনুষ্ঠানিকভাবে জামায়াত নেতৃত্বাধীন আট দলের জোটে যোগ দিয়েছে। তবে আসন ভাগাভাগি বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
ওই সংবাদ সম্মেলনে এনসিপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। পরে এনসিপির মিডিয়া সেল জানায়, রাতেই আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার বিষয়ে দলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।
সারাক্ষণ রিপোর্ট 


















