ভারতে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর একের পর এক সহিংস ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

রবিবার ২৮ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এ উদ্বেগের কথা জানান।
সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার চিত্র
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভারতে মুসলিম ও খ্রিষ্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার মতো ঘটনা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। চলতি মাসে ওড়িশায় মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংসভাবে হত্যা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে হত্যা এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিষ্টানদের ওপর গণপিটুনি ও সহিংসতার ঘটনা ঘটে।
বড়দিনে সহিংসতায় উদ্বেগ

মুখপাত্র আরও বলেন, গত সপ্তাহে বড়দিন উদযাপনের সময় ভারতের বিভিন্ন স্থানে খ্রিষ্টানদের ওপর সংঘটিত গণসহিংসতার ঘটনাতেও বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ ও পরিকল্পিত লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখছে বাংলাদেশ।
বাংলাদেশের প্রত্যাশা
এস এম মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ আশা করে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করবে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনবে। তিনি বলেন, প্রতিটি দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা, এবং এই দায়িত্ব পালনে সবাইকে আন্তরিক হতে হবে।
সারাক্ষণ রিপোর্ট 


















