চীনের ওষুধ বাজারে ওজন কমানোর চিকিৎসায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। জনপ্রিয় ওষুধের দাম উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক ভিত্তিক নোভো নরডিস্ক ও যুক্তরাষ্ট্রের এলি লিলি। স্থানীয় সরবরাহকারী ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চীনের কয়েকটি প্রদেশে ইতিমধ্যেই নতুন দামে বিক্রি শুরু হয়েছে।
দামের পরিবর্তনে কী ঘটছে
নোভো নরডিস্ক জানিয়েছে, চীনে তাদের ওজন কমানোর ওষুধের দাম সমন্বয় করা হচ্ছে। যদিও নতুন দামের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে চীনা অর্থনৈতিক সংবাদমাধ্যম ইয়িকাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ দুটি ডোজের মাসিক তালিকাভুক্ত দাম প্রায় অর্ধেকের কাছাকাছি কমেছে। কিছু প্রদেশে এই দাম কমে মাসিক এক হাজার ইউয়ানেরও নিচে নেমে এসেছে বলে জানানো হয়েছে।
এলি লিলির ওষুধের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে। পূর্ব চীনের নানজিং শহরের একটি হাসপাতালের তথ্য অনুযায়ী, নতুন বছরের শুরু থেকেই ওই কোম্পানির ওজন কমানোর ওষুধের দাম কমবে। ঠিক কতটা কমবে তা স্পষ্ট না হলেও অনলাইন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত দামে বড় ব্যবধান লক্ষ্য করা গেছে।

নোভো নরডিস্কের বক্তব্য অনুযায়ী, এই মূল্য সমন্বয়ের লক্ষ্য হলো রোগীদের চিকিৎসার আর্থিক চাপ কমানো এবং জীবনমান উন্নত করা। চীনে স্থূলতা ও অতিরিক্ত ওজন একটি দ্রুত বেড়ে ওঠা জনস্বাস্থ্য সমস্যা। বিশেষজ্ঞদের অনুমান, আগামী দশকে দেশটির বিপুল জনগোষ্ঠীর বড় অংশ এই ঝুঁকিতে পড়তে পারে। ফলে ওজন কমানোর কার্যকর চিকিৎসার চাহিদা দ্রুত বাড়ছে।
বাজার দখলের প্রতিযোগিতা তীব্র
চীনে এই বাজারে শুধু বিদেশি কোম্পানিই নয়, দেশীয় ওষুধ নির্মাতারাও সক্রিয়। একাধিক চীনা প্রতিষ্ঠান ইতিমধ্যেই একই ধরনের ওষুধ তৈরির গবেষণায় বিনিয়োগ বাড়িয়েছে। এর পাশাপাশি নোভো নরডিস্কের একটি গুরুত্বপূর্ণ পেটেন্ট এর মেয়াদ শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা থাকায় প্রতিযোগিতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববাজারের প্রভাব চীনে
এর আগে ভারতসহ অন্য উদীয়মান বাজারেও নোভো নরডিস্ক দাম কমিয়েছে। যুক্তরাষ্ট্রেও সাম্প্রতিক সময়ে উভয় কোম্পানি নগদ পরিশোধ ভিত্তিক ক্রেতাদের কথা মাথায় রেখে মূল্যছাঁটের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক কৌশলের অংশ হিসেবেই চীনে এই দাম কমানো হচ্ছে, যাতে দ্রুত বাজার দখল করা যায়।
সারাক্ষণ রিপোর্ট 



















