পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে আবারও উত্তেজনা ছড়াল, যখন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-এর সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে তাঁর বোনদের নেতৃত্বে পিটিআই সমর্থকদের অবস্থান কর্মসূচি জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তীব্র শীতের মধ্যরাতে চালানো এই অভিযানে নারী ও শিশুদের ওপর জলকামান ব্যবহারের অভিযোগ উঠেছে, যা নতুন করে রাজনৈতিক ক্ষোভ উসকে দিয়েছে।
সাক্ষাৎ না মেলায় ক্ষোভ, রাতভর অবস্থান
খবরে বলা হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী সপ্তাহে দু’দিন সাক্ষাতের সুযোগ থাকার কথা থাকলেও সেটি কার্যকর না হওয়ায় ইমরান খানের বোনেরা ও পিটিআই নেতারা কারাগারের বাইরে অবস্থান নেন। মধ্যরাত পেরোতেই জলকামান চালিয়ে জমায়েত ছত্রভঙ্গ করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শীতের মধ্যে জলকামানের তীব্র স্রোতে ভিজে পড়ছেন আন্দোলনকারীরা। পিটিআই ও বিরোধী জোটের দাবি, রাসায়নিক মেশানো পানি ব্যবহার করা হয়েছে, যাতে অনেকেই অসুস্থ বোধ করেন।
গ্রেপ্তার ও মুক্তির নাটকীয়তা
অভিযানের পর ইমরান খানের বোন আলীমা খানসহ কয়েকজন শীর্ষ নেতা ও কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়। পরে ভোরের দিকে আলীমা খানকে অন্য এলাকায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পিটিআই বলছে, শান্তিপূর্ণ অবস্থানে এমন কঠোরতা অযৌক্তিক এবং বেআইনি।

আদালতের আদেশ মানা হচ্ছে না, অভিযোগ পিটিআইয়ের
পিটিআইয়ের বক্তব্য, ইসলামাবাদ হাইকোর্টের আদেশে সাক্ষাতের অনুমতি থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। দলের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেন, নিজ দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে বারবার কারাগারের বাইরে দাঁড়াতে হওয়া দুর্ভাগ্যজনক। একই সঙ্গে তিনি রাজনৈতিক সংলাপের প্রয়োজনীয়তার কথা বললেও আন্দোলনের প্রস্তুতি চলবে বলে জানান।
সরকারের সঙ্গে সংলাপ ও রাজপথের ডাক
ইমরান খানের বোন আলীমা খান বলেন, সরকার সংলাপের প্রস্তাব দিলেও তাঁদের কর্মসূচি রাজপথেই চলবে। তাঁর দাবি, লাহোর সহ বিভিন্ন শহরে সমর্থন দেখে সরকার ভীত হয়ে পড়েছে। পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা বলেন, বন্দিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ একটি মৌলিক অধিকার, অথচ ইমরান খানকে কার্যত একঘরে আটকে রাখা হয়েছে।
কারাবাস ও আন্তর্জাতিক উদ্বেগ
২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান দুর্নীতির মামলায় দণ্ড ভোগ করছেন এবং আরও কয়েকটি মামলার বিচারাধীন। তাঁর স্বাস্থ্য নিয়ে দলের উদ্বেগের মধ্যে জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদক কারাবাসের পরিবেশকে অমানবিক হতে পারে বলে সতর্ক করেছেন। পিটিআইয়ের মতে, এই পরিস্থিতি আন্তর্জাতিক আইন ও মৌলিক মানবাধিকারের লঙ্ঘন।
রাজনৈতিক উত্তাপ বাড়ছে
একদিকে সরকার ও বিরোধীদের মধ্যে সংলাপের ডাক, অন্যদিকে কারাগারের বাইরে নিয়মিত অবস্থান ও জলকামান—সব মিলিয়ে পাকিস্তানের রাজনীতিতে উত্তাপ আরও বাড়ছে। আদিয়ালা কারাগারের সামনে কীভাবে এই টানাপোড়েনের ইতি ঘটে, সেদিকে তাকিয়ে দেশবাসী।
সারাক্ষণ রিপোর্ট 



















