ভারতের পেনশন খাতে প্রতিযোগিতা বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। নতুন অনুমতির ফলে ব্যাংকগুলো এবার সরাসরি পেনশন তহবিল গঠন ও পরিচালনার সুযোগ পাচ্ছে। জাতীয় পেনশন ব্যবস্থার আওতায় এই পরিবর্তনকে খাতটির জন্য গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে দেখা হচ্ছে।
নিয়ন্ত্রকের সিদ্ধান্তে কী বদলাল
ভারতের পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট যোগ্যতা পূরণ সাপেক্ষে ব্যাংকগুলো স্বাধীনভাবে পেনশন তহবিল গড়ে তুলতে পারবে। এসব তহবিল জাতীয় পেনশন ব্যবস্থার অর্থ পরিচালনা করবে। যোগ্যতার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে নেট সম্পদ, বাজারমূল্য এবং আর্থিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পাবে।
ব্যাংকের ভূমিকা কেন বাড়ছে
এতদিন ব্যাংকগুলো মূলত গ্রাহক নিবন্ধন, চাঁদা গ্রহণ ও ব্যবস্থাপনা সেবার দায়িত্বে ছিল। নতুন সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলো সরাসরি তহবিল ব্যবস্থাপনায় যুক্ত হতে পারবে। এতে পেনশন খাতে নতুন প্রতিযোগী আসবে এবং বিনিয়োগ ব্যবস্থাপনায় বিকল্প বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।
বর্তমান চিত্র ও সম্ভাবনা
এই মুহূর্তে দেশটিতে অনুমোদিত পেনশন তহবিলের সংখ্যা দশটি। নতুন নিয়ম কার্যকর হলে এই সংখ্যা বাড়তে পারে। নিয়ন্ত্রক সংস্থার অধীনে বর্তমানে বিপুল অঙ্কের সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে, ফলে ব্যাংকের প্রবেশে বাজার আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।
বিস্তৃত সংস্কারের অংশ
এই সিদ্ধান্ত একক কোনো পদক্ষেপ নয়। গত বছর বিনিয়োগের পরিধি বাড়িয়ে সোনা ও রুপার তহবিল, শেয়ার সূচক এবং বিকল্প বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী বছরের এপ্রিল থেকে পেনশন তহবিল ব্যবস্থাপনা ফি কাঠামোও সংশোধন করা হচ্ছে। ট্রাস্ট বোর্ডে নতুন ট্রাস্টি নিয়োগের মধ্য দিয়ে নজরদারি ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 


















