২০২৫ সালে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক লেনদেনের রেকর্ড করেছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। সদ্য সমাপ্ত বছরে নগদের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিন লাখ আশি হাজার কোটি টাকা, যা আগের বছর ২০২৪ সালে ছিল আনুমানিক তিন লাখ ত্রিশ হাজার কোটি টাকা।
ডিসেম্বরে সর্বোচ্চ মাসিক লেনদেন
বছরের শেষ মাস ডিসেম্বরে একাই নগদের মাধ্যমে লেনদেন হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার পাঁচশ ত্রিশ কোটি টাকা। এটি নগদের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালেই তিনবার এক মাসে রেকর্ড পরিমাণ লেনদেনের মাইলফলক স্পর্শ করে নগদ।
গ্রাহক ও অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা
সাম্প্রতিক এই অর্জন উপলক্ষে নগদ কর্তৃপক্ষ তাদের নিবন্ধিত কয়েক কোটি গ্রাহকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে। নগদের প্রশাসক মো. মতাসেম বিল্লাহ গ্রাহক, কর্মী, পরিবেশক, এজেন্ট এবং এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানান।
বিশ্বাস ও কম খরচে সেবার প্রভাব
নগদ প্রশাসক বলেন, গ্রাহকদের জন্য ভিন্ন কিছু করার লক্ষ্যেই নগদ নিয়মিত নানা ধরনের ক্যাম্পেইন চালু করে। পাশাপাশি বাজারে সর্বনিম্ন ক্যাশআউট চার্জ দেওয়ার সুবিধা নগদের একটি বড় শক্তি। গ্রাহকদের আস্থা এবং কর্মীদের নিষ্ঠার ফলেই একের পর এক এমন সাফল্য অর্জন সম্ভব হচ্ছে।
নিরাপত্তা ও সেবার সম্প্রসারণ
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম হিসেবে নগদ গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে সেবা উন্নয়নে জোর দিয়েছে। উন্নত সেবার ফলে নতুন গ্রাহক যুক্ত হচ্ছেন, আর পুরোনো গ্রাহকরাও আগের তুলনায় আরও সহজে ও বেশি পরিমাণে লেনদেন করছেন। পাশাপাশি সেবার বিস্তার ও কার্যক্রমের বৈচিত্র্য নগদের লেনদেন সক্ষমতা ধারাবাহিকভাবে বাড়িয়েছে।
ছয় বছরে শীর্ষ অবস্থান
যাত্রার ছয় বছরের মধ্যেই নগদ দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারীদের একটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এই সময়ে গ্রাহকসংখ্যা ও লেনদেনের পরিমাণ উভয়ই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রেকর্ড গড়া লেনদেনের বড় অংশ এসেছে ক্যাশইন, ক্যাশআউট, অর্থ পাঠানো, বিভিন্ন পেমেন্ট, ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ এবং রেমিট্যান্স সেবা থেকে।
সারাক্ষণ রিপোর্ট 
















