ঢাকার হাজারীবাগ থানার আওতাধীন ধানমন্ডি-১৫ স্টাফ কোয়ার্টার্স এলাকার একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয়

নিহত গৃহবধূর নাম তাহারিম। তাঁর বয়স ২০ বছর। তিনি ঝালকাঠি জেলার সদর উপজেলার দিরাকাটি এলাকার মো. হাফিজ উদ্দিনের মেয়ে। স্বামী মো. সাব্বির হোসেনের সঙ্গে তিনি ধানমন্ডির স্টাফ কোয়ার্টার্সে বসবাস করতেন।
ঘটনার বিবরণ
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তাহারিমকে নিজের ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অচেতন দেখা যায়। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বামীর বক্তব্য
নিহতের স্বামী পুলিশকে জানান, পারিবারিক কলহের পর তাহারিম ঘরে ঢুকে ওড়না গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। তিনি স্বভাবগতভাবে কিছুটা দ্রুত রেগে যেতেন বলেও দাবি করা হয়।
পুলিশের তথ্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে হাজারীবাগ থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















