সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় একাশি লাখ টাকা।
পুলিশ জানায়, বুধবার দুপুর প্রায় একটার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের মোমিনখোলা মুশারগাঁও এলাকায় নিয়মিত অভিযানের সময় একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ট্রাকে বহন করা পাথরের নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাওয়া যায়।

গ্রেপ্তার ব্যক্তির পরিচয়
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. জাকারিয়া ইসলাম। তাঁর বয়স আটত্রিশ বছর। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার খারিতা এলাকার বাসিন্দা এবং তাঁর পিতার নাম মো. খাজা মিয়া ও মাতার নাম নুরুননাহার বেগম।
উদ্ধারকৃত পণ্যের বিবরণ
পুলিশের তথ্য অনুযায়ী, জাকারিয়া একটি টাটা ট্রাকে প্রায় একশ ঘনফুট পাথর পরিবহন করছিলেন। ওই পাথরের নিচে গোপনে রাখা ছিল ভারতীয় চোরাই পণ্য। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে এক হাজার ছাব্বিশটি নিভিয়া বডি লোশন, পাঁচ লাখ চুয়ান্ন হাজার চারশ ডাইক্লোফেনাক ট্যাবলেট, বিশ হাজার তিনশ চারটি ক্রিমসহ বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী। সব মিলিয়ে এসব পণ্যের বাজারমূল্য ধরা হয়েছে একাশি লাখ ঊনত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা।

আইনি ব্যবস্থা
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার জাকারিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















