কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামলেও বিএনপির সঙ্গে তাঁর রাজনৈতিক অবস্থান বদলায়নি বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন আমিন উর রশিদ ইয়াসিন। মনোনয়ন বৈধ হওয়ার পর তিনি জানান, অতীতের মতো ভবিষ্যতেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গেই থাকবেন।

মনোনয়ন বৈধ ঘোষণার পর কুমিল্লা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াসিন সাংবাদিকদের জানান, তিনি সবসময়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে ছিলেন এবং আগামীতেও সেই অবস্থান অটুট থাকবে।
দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা
শুক্রবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইয়াসিন। তিনি বলেন, গত ২০ বছর ধরে তিনি কুমিল্লা-৬ এলাকায় সক্রিয়ভাবে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এই সময়ে স্থানীয় মানুষের পাশাপাশি দলীয় কর্মীদের দুঃসময়, হামলা ও সংকটে তিনি পাশে দাঁড়িয়েছেন।
দলীয় মনোনয়ন না পাওয়ার ব্যাখ্যা

ইয়াসিনের দাবি, দলের ভেতরের কিছু ষড়যন্ত্রের কারণে তিনি এবার দলীয় মনোনয়ন পাননি। এতে স্থানীয় নেতাকর্মীরা হতাশ হন। তাঁর ভাষ্য অনুযায়ী, যিনি দীর্ঘদিন রাজনৈতিক লড়াইয়ে তাঁদের সঙ্গে ছিলেন, তাঁকে হঠাৎ বাদ পড়তে দেখে অনেকেই মেনে নিতে পারেননি। নেতাকর্মীদের অনুরোধ ও উৎসাহেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
রাজনৈতিক লক্ষ্য ও অঙ্গীকার
নিজের রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে ইয়াসিন বলেন, তাঁর প্রধান উদ্দেশ্য কুমিল্লাকে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডার দুর্নীতি ও কিশোর গ্যাং থেকে মুক্ত করা। তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে আগের মতোই জনগণের পাশে থেকে কাজ করে যেতে চান।
সারাক্ষণ রিপোর্ট 



















