নয়াদিল্লিতে বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্ন প্রদর্শনীর উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও তুলে ধরলেন বৌদ্ধ ঐতিহ্যের সঙ্গে ভারতের গভীর ও বহুমাত্রিক সম্পর্ক। তিনি বললেন, বুদ্ধ শুধু ইতিহাসের অংশ নন, তিনি আজও জীবন্ত এক মানবিক দর্শন, যা ভারত বহন করে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে।
বুদ্ধের স্মৃতিচিহ্নে ভারতের দায়বদ্ধতা
শনিবার দিল্লির রাই পিথোরা সাংস্কৃতিক প্রাঙ্গণে ভগবান বুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট পিপরাহওয়া স্মৃতিচিহ্নের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি জানান, বুদ্ধের জন্মভূমি ও কর্মভূমি হিসেবে ভারত শুধু স্মৃতিচিহ্নের রক্ষক নয়, বরং এই ঐতিহ্যের জীবন্ত ধারক। পিপরাহওয়া, বৈশালী, দেবনী মোরি ও নাগার্জুনকোন্ডায় পাওয়া বুদ্ধ-সম্পর্কিত নিদর্শনগুলো আজও তাঁর বাণীর উপস্থিতি বহন করে চলেছে বলে মন্তব্য করেন তিনি।
বিশ্বজুড়ে বোধিবৃক্ষের বার্তা
আন্তর্জাতিক সফরের স্মৃতিচারণা করতে গিয়ে মোদি বলেন, তিনি যেখানে গেছেন সেখানেই বুদ্ধের উত্তরাধিকার মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। চীন, জাপান, কোরিয়া কিংবা মঙ্গোলিয়া—প্রতিটি দেশেই তিনি বোধিবৃক্ষের চারা নিয়ে গেছেন। বিশেষ করে পরমাণু বোমায় বিধ্বস্ত হিরোশিমার শান্তি উদ্যানের বোধিবৃক্ষ মানবতার জন্য এক শক্তিশালী বার্তা বহন করছে বলে উল্লেখ করেন তিনি।
রাজনীতির বাইরে হৃদয়ের সম্পর্ক
প্রধানমন্ত্রী বলেন, বুদ্ধের এই অভিন্ন উত্তরাধিকার প্রমাণ করে যে ভারতের সঙ্গে বিশ্বের সম্পর্ক কেবল রাজনীতি, কূটনীতি কিংবা অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়। এই সম্পর্ক হৃদয়, অনুভূতি, বিশ্বাস ও আধ্যাত্মিকতার গভীরে প্রোথিত। তাঁর ভাষায়, বুদ্ধের বাণী ভারতকে বিশ্বের সঙ্গে এক মানবিক বন্ধনে যুক্ত করেছে।
সীমান্তের বাইরে ঐতিহ্য সংরক্ষণে ভারত
ভারতের ভূমিকা দেশের সীমানায় থেমে নেই বলেও জানান মোদি। নেপালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রাচীন স্তূপ পুনর্গঠনে ভারতের সহায়তার কথা তিনি স্মরণ করেন। একইভাবে মিয়ানমারের বাগানে ভূমিকম্পের পর শতাধিক প্যাগোডা সংরক্ষণে ভারতের উদ্যোগের কথাও তুলে ধরেন। এসব উদাহরণ দিয়ে তিনি বলেন, বুদ্ধের ঐতিহ্য যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারত সেখানেই পাশে দাঁড়িয়েছে।
দেশের ভেতরে ধারাবাহিক সংরক্ষণ
প্রধানমন্ত্রী জানান, দেশের ভেতরেও বৌদ্ধ স্থাপনা ও স্মৃতিচিহ্ন অনুসন্ধান, সংরক্ষণ ও উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দুই দিক থেকেই এই ঐতিহ্যকে লালন করছে ভারত, যাতে নতুন প্রজন্ম বুদ্ধের জীবনদর্শনের সঙ্গে যুক্ত হতে পারে।
সারাক্ষণ রিপোর্ট 



















