ঢাকা মহানগর পুলিশে এক যুগ্ম কমিশনার ও ১৩ জন উপকমিশনারকে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত একটি অফিস আদেশ সোমবার জারি করা হয়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা ওই আদেশে জানানো হয়, বর্তমান দায়িত্বপ্রাপ্ত যুগ্ম কমিশনার এএসএম শামসুর রহমানকে এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি শাখার বর্তমান দায়িত্বপ্রাপ্ত যুগ্ম কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বদলি হওয়া উপকমিশনারদের মধ্যে মো. জিয়াউদ্দিন আহমেদকে গোয়েন্দা শাখার তেজগাঁও বিভাগের উপকমিশনার, তারিকুল ইসলামকে ওয়েলফেয়ার ও ফোর্স বিভাগের উপকমিশনার, খালেদা বেগমকে আইসিটি বিভাগের উপকমিশনার এবং সৈয়দ মোহাম্মদ ফারহাতকে কূটনৈতিক নিরাপত্তা শাখার উপকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া লিজা বেগমকে ট্রাফিক প্রশাসন, পরিকল্পনা ও গবেষণা শাখার উপকমিশনার, মাহমুদুল কবিরকে পিওএম দক্ষিণ বিভাগের উপকমিশনার, আবদুল্লাহ আল মামুনকে সাইবার অপরাধ তদন্ত শাখার উপকমিশনার এবং মিজানুর রহমানকে কাউন্টার টেররিজম প্রশাসন ও লজিস্টিক শাখার উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
নূরে আলমকে কাউন্টার টেররিজম গবেষণা ও উন্নয়ন শাখার উপকমিশনার, মো. আবু সাঈদকে রেশন ও পোশাক শাখার উপকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আইসিটি বিভাগের একজন উপকমিশনারকে কাউন্টার টেররিজম ও তদন্ত শাখার দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















