ভারতীয় প্রিমিয়ার লিগ থেকে হঠাৎ বাদ পড়ার কয়েক দিনের মধ্যেই নতুন মঞ্চ পেয়ে গেলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। রাজনৈতিক চাপের মুখে আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর এবার পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন তিনি।
পিএসএলে আনুষ্ঠানিক চুক্তি
মঙ্গলবার পাকিস্তান সুপার লিগের একাদশ আসরের জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছেন মুস্তাফিজুর। লিগের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করে মজার ভঙ্গিতে জানানো হয়, ব্যাটসম্যানরা সাবধান থাকুন, পিএসএলে যোগ দিচ্ছেন মুস্তাফিজুর রহমান।

আইপিএল থেকে বাদ পড়ার প্রেক্ষাপট
চলতি মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলার কথা ছিল মুস্তাফিজুরের। নিলামে চেন্নাই ও দিল্লির সঙ্গে প্রতিযোগিতার পর রেকর্ড ৯ কোটি ২০ লাখ টাকায় তাকে দলে নিয়েছিল কলকাতা। তবে ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে গত শনিবার তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। কারণ হিসেবে বলা হয়, কিছু উগ্র গোষ্ঠীর হুমকি এবং রাজনৈতিক আপত্তির বিষয়টি।
পিএসএলে সুযোগ, দল এখনো চূড়ান্ত নয়
আইপিএলের ক্ষতিটাই যেন পিএসএলের লাভ হয়ে দাঁড়াল। যদিও পাকিস্তানে কোন দলের হয়ে খেলবেন, তা এখনো চূড়ান্ত নয়। আসন্ন খেলোয়াড় ড্রাফটে অংশ নেবেন মুস্তাফিজুর, যেখানে তাকে শীর্ষ পছন্দ হিসেবে দেখা হচ্ছে।

বড় আয়োজনের পিএসএল
আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত চলবে এবারের পিএসএল। আট দল নিয়ে এটি হতে যাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে বড় আসর।
সাত বছর পর প্রত্যাবর্তন
প্রায় সাত বছর পর আবার পিএসএলে ফিরছেন মুস্তাফিজুর রহমান। এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন তিনি। সে আসরে পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
সারাক্ষণ রিপোর্ট 



















