টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি প্রকাশ করেন।
আইসিসির চিঠিতে কী বলা হয়েছে
আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা বিভাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশের দলের জন্য ঝুঁকি বাড়াতে পারে এমন তিনটি বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে দলে মুস্তাফিজুর রহমানের উপস্থিতি, প্রকাশ্যে বাংলাদেশি সমর্থকদের জাতীয় দলের জার্সি পরা এবং বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন।
এই মূল্যায়নকে তিনি অদ্ভুত ও যুক্তিহীন বলে মন্তব্য করেন। তার ভাষায়, একটি দেশকে তার সেরা বোলার বাদ দিতে বলা, সমর্থকদের দলীয় রং পরতে নিষেধ করা বা একটি ক্রিকেট টুর্নামেন্টের জন্য জাতীয় নির্বাচনের সময়সূচি বদলানোর প্রত্যাশা সম্পূর্ণ অবাস্তব।
ভারতের পরিবেশ নিয়ে উদ্বেগ
ক্রীড়া উপদেষ্টা বলেন, আইসিসির এই চিঠিই প্রমাণ করে যে বর্তমানে ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য পরিবেশ নিরাপদ নয়। তিনি দাবি করেন, গত প্রায় ১৬ মাস ধরে চলা বাংলাদেশবিরোধী প্রচারণা এবং সেখানে বিদ্যমান সাম্প্রদায়িক উত্তেজনাই এই পরিস্থিতির মূল কারণ।
তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করে বলেন, তথাকথিত উগ্র সাম্প্রদায়িক চাপের কাছে নতি স্বীকার করে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে। তার মতে, এই ঘটনাই দেখায় যে ভারতে বাংলাদেশের দলের জন্য কোনো জায়গাই এখন নিরাপদ নয়।
সম্ভাব্য বিকল্প ও আইসিসির ভূমিকা
সমাধানের প্রসঙ্গে আসিফ নজরুল জানান, বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিলে পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে খেলতে বাংলাদেশের কোনো আপত্তি নেই। তিনি আরও বলেন, ক্রিকেট কোনো একক দেশের একচেটিয়া সম্পত্তি হতে পারে না। আইসিসি যদি সত্যিই একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে, তাহলে বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যুতে, যেমন শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতে হবে।
সারাক্ষণ রিপোর্ট 



















