একযুগের বেশি সময় আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে ধরা পড়লেন। স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের বাসিন্দা মানিক মিয়া ২০০৮ সালে বিয়ের মাত্র তিন দিনের মাথায় স্ত্রী মালিহা খাতুনকে হত্যা করেন। ঘটনার পরপরই পালিয়ে যান তিনি।

দীর্ঘ পলাতক জীবন
হত্যা মামলায় দীর্ঘ শুনানি শেষে ২০১৪ সালে আদালত মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। কিন্তু রায়ের আগেই তিনি আত্মগোপনে চলে যান। এরপর কেটে যায় ১২টি বছর।
চলতি বছরের ১৫ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।

আদালতে সোপর্দ
উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিলের তত্ত্বাবধানে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারের পর শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়।
আদালতের নির্দেশে মানিক মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পর হলেও এই গ্রেপ্তার ন্যায়বিচারের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সারাক্ষণ রিপোর্ট 



















