জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে শনিবার সিলেট নগরীর একাধিক এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ে কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চালু করা হবে।
সিলেটে বিদ্যুৎ বন্ধের কারণ ও সময়
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ জানায়, ট্রান্সফরমার মেরামত এবং সঞ্চালন লাইনের উন্নয়নকাজের জন্য শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বিএডিসি অফিস ও আশপাশ, শুভেচ্ছা আবাসিক এলাকা, সূর্যের হাসি ক্লিনিক, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা ভিআইপি রোডের পার্ক ভিউ হাসপাতাল ও হিলটাউন আবাসিক হোটেল, কাজিরবাজার, তালতলা পয়েন্ট ও আশপাশ, তেলি হাওর এলাকা, বাংলাদেশ ব্যাংক ও বন্দরবাজারের কোর্ট পয়েন্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া সুরমা মার্কেট, রামের দিঘীরপাড়, মির্জাজাঙ্গাল পয়েন্ট, তোপখানা এলাকা, মির্জাজাঙ্গালের নির্ভানা ইন হোটেল, কোতোয়ালি থানা ও সংলগ্ন এলাকা, সিলেট সার্কিট হাউজ, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, বন্দরবাজারের প্রধান ডাকঘর, কলাপাড়া মসজিদ, ডহর আবাসিক এলাকা, কুষ্ঠ হাসপাতাল ও আশপাশের এলাকাতেও বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ বিভাগের বক্তব্য
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে উন্নয়নকাজে সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জেও বিদ্যুৎ বিভ্রাট
এদিকে আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বাৎসরিক রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে শনিবার সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো সিরাজগঞ্জের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রায়পুর ৩৩/১১ কেভি সাবস্টেশনে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। একই সঙ্গে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই কাজ করা হচ্ছে।

সিরাজগঞ্জের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
এই সময় শহিদ এম মনসুর আলী মেডিকাল কলেজ ও হাসপাতাল, সার্কিট হাউস, জেলা কারাগার, পুলিশ লাইনস, সরকারি পোল্ট্রি ফার্ম, শিয়ালকোল, চক শিয়ালকোল, দিয়ার বৈদ্যনাথ, বগুড়া বাসস্ট্যান্ড, কাজীপুর রাস্তার মোড়, বাজার স্টেশন, মাসুমপুর, কান্দাপাড়া, উকিল পাড়া, সয়াগোবিন্দ, ভাষাণী রোড, সয়াধানগড়া, উত্তর সয়াধানগড়া, নয়ন মোড়, পুকুর চালা, মাহমুদপুর, রায়পুর, চর রায়পুর, রায়পুর এক নম্বর মিল গেট, কল্যানী ও চর কল্যানী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















