নতুন বেতনস্কেল নিয়ে সরকারি কর্মকর্তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দীর্ঘ দশ বছর পর এই বেতনস্কেল প্রণয়ন করা হয়েছে এবং এতে বহু হিসাব–নিকাশ জড়িত রয়েছে। তাই তাড়াহুড়ার সুযোগ নেই।
দশ বছর পর বেতনস্কেল, চলছে হিসাব ও পর্যালোচনা
ড. সালেহউদ্দিন আহমেদ জানান, নতুন বেতনস্কেল তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তাদের কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিবেদন জমা দেওয়ার পরই বেতনস্কেল বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, অর্থায়নই এখানে মূল চ্যালেঞ্জ, তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই।

অর্থায়ন নিয়ে উদ্বেগ থাকলেও আশাবাদের বার্তা
অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেন, অর্থের সংস্থান একটি বড় বিষয় হলেও সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। পরিকল্পিতভাবেই পরবর্তী ধাপে এগোনো হবে।
নাটোরে পরিদর্শনকালে বক্তব্য
শুক্রবার নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. শেখ খাইরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গণভোটে ভোট দেওয়ার আহ্বান
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সবাইকে গণভোটের পক্ষে ভোট দিতে হবে। তার মতে, বাংলাদেশে এর আগে যেসব পরিবর্তন হয়েছে, সেগুলো জনগণের জন্য নয়, বরং দলভিত্তিক ছিল। গণভোটের মাধ্যমে রাজনৈতিক সরকার ভবিষ্যতে আরও শক্তিশালী হবে, এ কারণেই সরকার জনভোটের পক্ষে কথা বলছে।

পে কমিশনের কাজ চলমান
তিনি আরও জানান, পে কমিশনের কাজ অব্যাহত রয়েছে এবং শিগগিরই প্রতিবেদন প্রকাশের সময়সূচি জানানো হবে।
মিনি স্টেডিয়ামের প্রশংসা
পরিদর্শনকালে অর্থ উপদেষ্টা গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়ামের অবকাঠামো ও সুবিধার প্রশংসা করেন। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন তাকে স্টেডিয়ামের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করেন।
সারাক্ষণ রিপোর্ট 


















